2022 সালের মাধ্যমিক বাংলা পরীক্ষা প্রশ্ন উত্তর সহ দেয় হল । MP Bengali Question 2022
মাধ্যমিক বাংলা পরীক্ষার প্রশ্ন উত্তর – 2022 MP Bengali Question 2022
বাংলা প্রশ্ন -২০২২
প্রথম ভাষা
সময় – ৩ ঘণ্টা ১৫ মিনিট
প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘণ্টা উত্তর লেখার জন্য।
[নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ৯০
বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ১০০]
১। যে কোনো সতেরোটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করোঃ ১৭×১=১৭
১.১ পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম –
- (ক) ইস্কুলের গল্প
- (খ ) একদিন
- (গ) প্রথম দিন
- (ঘ) রাজার কথা।
১.২ গিরীশ মহাপাত্রের বয়স –
- (ক) চল্লিশ-বিয়াল্লিশ।
- (খ) ত্রিশ-বত্রিশের অধিক নয়।
- (গ) পঞ্চাশ-পঞ্চান্ন
- (ঘ)পঞ্চাশের কাছাকাছি।
১.৩ জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন –
- (ক) এক হাজার টাকা।
- (খ) পাঁচশো টাকা।
- (গ) একশো এক টাকা।
- (ঘ ) একশো টাকা।
১.৪ “কালো ঘোমটার নীচে অপরিচিত ছিল”— কী অপরিচিত ছিল ?
- (ক)তোমার রহস্যময় রূপ।
- (খ) তোমার চেতনাতীত রূপ।
- (গ) তোমার আরণ্যক রূপ।
- (ঘ) তোমার মানবরূপ।
১.৫ “আমাদের ডান পাশে”
- (ক) টাকা
- (খ) বাঁধ
- (গ) ধস
- (ঘ) পথ
১.৬ “অট্টরোলের হট্টগোলে স্তব্ধ” –
- (ক )মহাকাল
- (খ) চরাচর
- (গ) গগনতল
- (ঘ) গিরিশিখর
১.৭ লেখক শ্রীপান্থের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো –
- (ক )কলারের ভাঁজে আটা।
- (খ )কোমরের বেল্টে আটকানো।
- (গ) কাঁধের ছোট্ট পকেটে সাজানো
- (ঘ )পায়ের মোজায় গোঁজা।
১.৮ উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেতো –
- (ক)পনেরো আনায়।
- (খ) বারো আনায়।
- (গ). ষোলো আনায়।
- (ঘ) দশ আনায়।
১.৯ ‘কঙ্কাবতী’ ও ‘ডমরুধর’-এর স্বনামধন্য লেখকের নাম –
- (ক)তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
- (খ)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
- (গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়।
- (ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
১.১০ বিভক্তি শব্দের অর্থ কী ?
- (ক) বিভাজন
- (খ) সংকোচন।
- (গ) প্রসারণ
- (ঘ ) সংযোজন।
১.১১ কলমে কায়স্থ চিনি – নিম্নরেখ পদটি
- (ক) অপাদান কারক।
- (খ) কর্তৃকারক।
- (ঘ) কর্মকারক।
- (গ) করণকারক।
১.১২ মেসি কী খেলাই না খেললো – কী জাতীয় কর্ম?
- (ক) উহ্য কর্ম।
- (খ) সমধাতুজ কর্ম।
- (গ)কর্মের বীপ্সা
- (ঘ) উপবাক্যীয় কর্ম।
১.১৩ আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী – নিম্নরেখ পদটি
- (ক) ক্রিয়াবাচক পদ।
- (খ) সম্বোধন পদ।
- (গ) কর্মকারক।
- (ঘ) সম্বন্ধপদ।
১.১৪ সমাসের মূল অর্থ
- (ক) বর্ণের সাথে বর্ণের মিলন।
- (খ) নামপদের সাথে ক্রিয়াপদের মিলন।
- (গ) একাধিক পদের একটি পদে পরিণতি লাভ।
- (ঘ) ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন।
১.১৫ বুড়োমানুষের কথাটা শুনো – নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হ’ল
- (ক) বহুরীহি সমাস।
- (খ) কর্মধারয় সমাস।
- (গ) তৎপুরুষ সমাস।
- (ঘ) অব্যয়ীভাব।
১.১৬ ‘দশানন‘-এ সমাস হল –
- (ক) দ্বিগু
- (খ ) অব্যয়ীভাব
- (গ) বহুব্রীহি সমাস
- (ঘ ) কর্মধারয়
১.১৭ পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হল –
- (ক) বহুব্রীহি সমাস।
- (খ) অব্যয়ীভাব সমাস।
- (গ) তৎপুরুষ সমাস।
- (ঘ) নিত্য সমাস।
২ । কম-বেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১৯×১=১৯
- ২.১. যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :
- ২.১.১ তপন মামার বাড়িতে কেন এসেছিল ?
- ২.১.২ “শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন,” – সংকল্পটি কী ?
- ২.১.৩. “আর যাই হোক্, যাঁকে খুঁজছেন তাঁর কালচারের কথাটা একবার ভেবে দেখুন।”-কার খোঁজ করা হচ্ছিল ?
- ২.১.৪ “মাস্টারমশাই একটুও রাগ করেননি। বরং একটু তারিফই করলেন” – ‘তারিফ’ করার কারণ কী ?
- ২.১.৫ “কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়।” – কী ধরনের কাজ হরিদার অপছন্দ ?
২.২ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪ X ১ =৪
- ২.২.১ “সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।”- ‘সভ্যতার শেষ পুণ্যবাণী’-টি কী ?
- ২.২.২ “আয় আরো বেঁধে বেঁধে থাকি” – কবিতাটির রচয়িতা কে ?
- ২.২.৩. “তারপর যুদ্ধ এলো” – যুদ্ধ কেমনভাবে এলো ?
- ২.২.৪ “এবার মহানিশার শেষে” – কে আসবে?
- ২.২.৫ “এ কলঙ্ক, পিতঃ, ঘুষিবে জগতে।” — বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন ?
২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :
- ২.৩.১ “এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে।”— কোন নেশার কথা বলা হয়েছে
- ২.৩.২ “অনেক ধরে ধরে টাইপ-রাইটারে লিখে গেছেন মাত্র একজন।” কার কথা বলা হয়েছে ?
- ২.৩.৩ “কলম তাদের কাছে আজ অস্পৃশ্য।” – কাদের কাছে অস্পৃশ্য ?
- ২.৩.৪“সোনার দোয়াত কলম যে সত্যই হতো;” — বস্তা সোনার দোয়াত কলমের কথা কীভাবে জেনেছিলেন ?
২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও : ৮x১=৮
- ২.৪.১ সমাস কাকে বলে?
- 2.8.2 রত্নাকর – শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।
- ২.৪.৩. ক্ষুদ্র গ্রহ – ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো।
- ২.৪.৪ একটি নিত্য সমাসের উদাহরণ দাও।
- ২.৪.৫ উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে
- ২.৪.৬ প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও।
- ২.৪.৭ শূন্য বিভক্তি কাকে বলে ?
- ২.৪.৮ সম্বন্ধ পদের বিভক্তি কী কী ?
- ২.৪.৯ একটি গৌণ কর্মের উদাহরণ দাও।
- ২.৪.১০ নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো : চিঠি পকেটে ছিল।
৩ নির্দেশসহ কম-বেশি ৬০ টি শব্দে উত্তর দাও :
৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
- ৩.১.১ “পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, ”— কোন পত্রিকা, কেন সকলের হাতে – হাতে ঘুরছিল
- ৩.১.২ “তার লাঞ্ছনা এই কালো চামড়ার নীচে কম জ্বলে না”- বক্তা কে? তার কোন্লাঞ্ছনার কথা বলা হয়েছে ?
৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
- ৩.২.১ “তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা কারা ? কেন স্বপ্ন দেখতে পারল না? (১+২)
- ৩.২.২ “কে কবে শুনেছে পুত্র, ভাসে শিলা জলে” – বস্তা কে ? তাঁর একথা বলার কারণ কী ?(১+২)
৪। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
- 8.১. “বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ যোলোআনাই বজায় আছে।”— বাবুটি কে? তাঁরস্বাস্থ্য ও শখের পরিচয় দাও।5+8
- 8.2 “অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন ?” কার কথা বলা হয়েছে ? তিনি কীভাবে ‘খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো।5+8
৫। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
- ৫.১ “এল মানুষ-ধরার দল” কোথায় এল ? ‘মানুষ ধরার দল’ এসে কী করেছিল ? ১+৪
- ৫.২ “তোরা সব জয়ধ্বনি কর।”- কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো।
৬। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
- ৬.১ “আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে।”— ‘সবই’-র পরিচয় দাও। উল্লিখিত বিষয়টিকীভাবে আজ ‘অবলুপ্তির পথে’ আলোচনা করো।
- ৬.২ “তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে ‘হোম-টাস্ক’ করতাম।”কিসে ‘হোম-টাস্ক’ করা হতো ? ‘হোম-টাস্ক’ করার সম্পূর্ণ বিবরণ দাও।
৭. বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
- ৭.১ “বালোর ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আপপনা’- বক্তা কে? কোন দুর্যোগের কথা বলা হয়েছে?
- ৭.২ “ওকে এর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা। এর সঙ্গে থাকতে আমার ভয় হয়।” – বক্তা কে ? তার এই রকম ভয় হওয়ার কারণ কী?
৮। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ২ = ১০
- ৮.১ “ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই।”-কে বলেছিল তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো।
- ৮.২ “বিষ্টু ধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক।”— বিষ্টু ধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো।
- ৮.৩ চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল ? এই ঘটনা থেকে ক্ষিতীশের কী মনে হয়েছিল ?
১। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো :8
Newspaper reading has become an essential part of our life. As we get up in the morning we wait eagerly for a daily paper. Twentieth Century was an age of newspaper. Through Newspapers we gather information about different countries of the world.
১০। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
- অতিমারীর পরিবেশে মাস্ক পরা ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
- তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
১১। কম-বেশি ৪০০ শব্দের যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো।
- ১১.১. বর্তমান জীবনে বিজ্ঞান
- ১১.২ পরিবেশ ও মানুষ।
- ১১.৩ তোমার দেখা একটি মেলা।
- ১১.৪ একটি নদীর আত্মকথা।
| কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য |
১২। কম-বেশি ২০ টি শব্দের মধ্যে উত্তর দাও (যে-কোনো চারটি) :
- ১২.১ “এ বিষয়ে সন্দেহ ছিল তপনের।”— কোন্ বিষয়ে তপনের সন্দেহ ছিল
- ১২.২. “সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী।”— বিরাগী কোন দিকে তাকালেন না ?
- ১২.৩ “কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ।”— ‘বুনো হাঁস ধরার অর্থ কী?
- ১২.৪ “আর সেই মেয়েটি আমার অপেক্ষায়”কোন মেয়েটি ?
- ১২.৫ ‘আগে পূজ ইষ্টদেবে”— ‘ইষ্টদেব’ কে?
১৩। কম-বেশি ৬০ টি শব্দের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
- ১০.১ “তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। কার, কখন এমন ভাব হয়েছিল?
- ১৩.২ “কৈ এ ঘটনা তো আমাকে বলেন নি ?” বন্ধা কে ? ঘটনাটি কী ?
- ১০.৩ “সিলা মহাবাহু বিস্ময় মানিয়া” “মহাবাহু’ কে? তিনি কী জিজ্ঞাসা করলেন ?
2022: Madhyamik Question Paper
- MP ENGLISH QUESTION AND ANSWER 2022
- মাধ্যমিক ভূগোল পরীক্ষার প্রশ্ন উত্তর 2022
- মাধ্যমিক ইতিহাস পরীক্ষার প্রশ্ন উত্তর 2022
- মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন উত্তর 2022
- মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন উত্তর 2022
- মাধ্যমিক অঙ্ক পরীক্ষার প্রশ্ন উত্তর 2022
Think you so much ❤️🤗