উচ্চ মাধ্যমিকের নতুন পাঠ্যক্রমের বই আসতেই তিন মাস, চিন্তায় পড়ুয়ারা

উচ্চ মাধ্যমিক সিমেস্টার পদ্ধতি চালু হলেও বাজারে বই আসতে প্রায় তিন মাস লাগতে পারে , এই নিয়ে চিন্তায় ছাত্র ছাত্রীরা।

উচ্চ মাধ্যমিকের নতুন পাঠ্যক্রমের বই আসতেই তিন মাস, চিন্তায় পড়ুয়ারা

উচ্চ মাধ্যমিক সিমেস্টার পদ্ধতি শুরু করতে নতুন পাঠ্যক্রম তৈরি হবে। সেই অনুযায়ী পাঠ্য বই প্রকাশের উদ্যোগও শুরু করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে, নতুন পাঠ্যক্রমের সমস্ত বই নিয়ম মেনে বাজারে আসতে কমপক্ষে তিন থেকে সাড়ে তিন মাস সময় লেগে যাবে বলে জানা যাচ্ছে।

প্রকাশকদের বক্তব্য

উচ্চ মাধ্যমিকের পাঠ্য পুস্তক প্রকাশ করেন, এমন বেশ কয়েক জন প্রকাশক জানিয়েছেন, নতুন পাঠ্যক্রম হাতে পেলে সেই অনুযায়ী প্রথম সিমেস্টারের মাল্টিপল চয়েস প্রশ্নের (এমসিকিউ) বই বাজারে আনতে কমপক্ষে তিন থেকে সাড়ে তিন মাস লাগবে। 

বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভার সাধারণ সম্পাদকের মন্তব্য

কলেজ স্ট্রিট বইপাড়ার ‘বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভা’র সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলছেন, “পাঠ্যক্রম পাওয়ার পরে যাঁরা বইটি লিখবেন, তাঁদের কাছেও এটি নতুন। তাঁদের লেখা অনুমোদনের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের রিভিউ কমিটির কাছে যাবে। রিভিউ হওয়ার পরে সংশোধন হবে। এর পরে ফের আমরা রিভিউয়ের জন্য পাঠাব। সব ঠিক হলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমাদের টিবি নম্বর (টেক্সট বই নম্বর) দেবে। তার পরেই শুরু হবে বই ছাপা। গোটা প্রক্রিয়ায় তিন থেকে সাড়ে তিন মাস তো লাগবেই।’’

শেষ কথা

বিশ্বজিৎ জানান, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে তাঁরা চিঠি দিয়েও জানিয়েছেন যে, তাড়াহুড়ো করে বই ছাপাতে গেলে চরম অব্যবস্থার সৃষ্টি হতে পারে। বরং এটি ২০২৫ সাল থেকে শুরু হোক।