ব্যবসায় আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী কর্মসৃজন প্রকল্পে অনলাইন আবেদন করা যাচ্ছে

ব্যবসায় আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী কর্মসৃজন প্রকল্পে অনলাইন আবেদন করা যাচ্ছে

বেকার তরুণ-তরুণীদের ব্যবসায় পুঁজির জোগান-সহ নানা সহায়তা পাওয়া যায় প্রধানমন্ত্রী কর্মসৃজন প্রকল্পের (প্রাইম মিনিস্টার্স এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম) মাধ্যমে। ব্যবসার উদ্যোগ নেওয়া নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের সঙ্গে স্বনির্ভর গোষ্ঠী, চ্যারিটেবল ট্রাস্ট এবং সরকারি ভাবে নথিভুক্ত সোসাইটিগুলিও এই প্রকল্পের আওতায় ঋণ-সহ ব্যবসায় উন্নতির লক্ষ্যে নানা সহায়তা পেতে পারেন। গ্রাম ও শহর, সব জায়গার ব্যবসা-মনস্করাই এই প্রকল্পের আওতাধীন।

স্কিমের সুবিধা

প্রাইম মিনিস্টার্স এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামের (পি এম ই জি পি) আওতায় আর্থিক সহায়তা পাওয়ার জন্য ব্যবসার প্রোজেক্ট কস্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ার ক্ষেত্রে ২৫ লক্ষ টাকা এবং পরিষেবা ও ট্রেডিং ব্যবসার ক্ষেত্রে ১০ লক্ষ টাকার মধ্যে হতে হবে। ব্যবসা গড়ার জন্য এবং চলতি ব্যবসার উন্নতির জন্য ঋণ দেয় ব্যাঙ্ক। সঙ্গে পাওয়া যায় ভর্তুকি। গ্রামাঞ্চলের ব্যবসার ক্ষেত্রে প্রোজেক্ট কস্টের ২৫ শতাংশ এবং শহরাঞ্চলের ব্যবসায় ১৫ শতাংশ সরকারের তরফে ভর্তুকি হিসেবে পাওয়া যায়। বাকি পুঁজি জোগায় ব্যাঙ্ক। সহজ শর্তে ঋণ পরিশোধের ব্যবস্থা রয়েছে।

ব্যবসার উন্নতির জন্য ভারত সরকারের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এম এস এম ই) দপ্তরের পথনির্দেশ ও সহায়তা পাওয়া যাবে। ভারত সরকারের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এম এস এম ই) বিভাগের ডেভেলপমেন্ট অ্যান্ড ফেসিলিটেশন অফিসের (কলকাতা) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এস মুখোপাধ্যায় জানাচ্ছেন, ব্যবসা-উদ্যোগীরা ব্যবসা শুরু করে তাকে উন্নতির পথে চালিত করার জন্য বিভিন্ন স্কিমের সুবিধা গ্রহণ করতে পারেন।

বিশেষ নির্দেশ

বিশদে জানতে আগ্রহীরা ‘এম এস এম ই-চ্যাম্পিয়নস’ সাইটটি (https://champions.gov.in) দেখতে পারেন। এখানে তরুণ প্রজন্মের ব্যবসায়ীরা প্রয়োজনীয় অনেক প্রশ্নের উত্তর পাবেন।

কী ভাবে পাবেন স্কিমের সুবিধা

আবেদনকারীর বয়স ১৮ বছর পূর্ণ হয়ে থাকতে হবে। আবেদনের জন্য উদ্যম আধার রেজিস্ট্রেশন থাকতে হবে। উদ্যম আধার নথিভুক্ত করা যায় অনলাইনেই, এই ওয়েবসাইটের মাধ্যমে, https://udyamregistration.gov.in/ ঋণের প্রয়োজনে ব্যাঙ্কে গ্রহণীয় একটি প্রোজেক্টের দরকার হবে। এই প্রোজেক্ট বিচার করে ব্যাঙ্ক ঋণ দেওয়ার কথা ভেবে দেখবে। প্রোজেক্ট তৈরির জন্য পেশাদার ব্যক্তি বা সংস্থার সহায়তা নেওয়া যেতে পারে।

কোথায় আবেদন

প্রধানমন্ত্রী কর্মসৃজন প্রকল্পের নোডাল এজেন্সি খাদি ও গ্রামোদ্যোগ কমিশন। এই প্রকল্পের জন্য অনলাইন আবেদন করা যায় এই ওয়েবসাইটের মাধ্যমে, https://www.kviconline.gov.in/pmegpeportal