টি সি এসে ফ্রেশার গ্র্যাজুয়েট
আর্টস, কমার্স ও সায়েন্স শাখার ফ্রেশার গ্র্যাজুয়েটদের বি পি এস (বিজনেস প্রোসেস সার্ভিসেস) ডিভিশনে নিয়োগের পরিকল্পনা রয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসাল্টেন্সি সার্ভিসেসের (টি সি এস)। ‘টি সি এস-বি পি এস হায়ারিং ফর ফ্রেশারস-২০২৫’ প্রোগ্রামের অধীনে এন্ট্রি লেভেলে নিয়োগ করা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
বি এ, বি কম, বি বি এ, বি বি আই, বি এ এফ, বি বি এম, বি এম এস এবং বি এস সি (ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি ছাড়া) ডিগ্রিধারীরা আবেদনের যোগ্য। কাজের অভিজ্ঞতার দরকার নেই।
বয়স
এক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।
নিয়োগ পদ্ধতি
প্রার্থী বাছাই করা হবে একটি পরীক্ষার মাধ্যমে। ৫০ মিনিটের পরীক্ষায় নিউমেরিক্যাল এবিলিটি, রিজনিং ও কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড বিষয়ক প্রশ্ন হবে।
বিশেষ নির্দেশ
আগ্রহীদের প্রস্তুতির সুবিধার জন্য আগাম এই নিয়োগের খবর জানানো হল। নজর রাখবেন এই ওয়েবসাইটে https://www.tcs.com/careers/india/tcs-bps- hiring-2025