আই টি বিপি-তে কনস্টেবল ও হেড কনস্টেবল
মোটর মেকানিক ট্রেডে কনস্টেবল ও হেড কনস্টেবল পদে ৫১ জনকে নেবে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্স।
শূন্যপদের বিবরণ
হেড কনস্টেবল
শূন্যপদ
৭টি (সাধারণ ২, তফসিলি উপজাতি ৩, ও বি সি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)।
শিক্ষাগত যোগ্যতা
উচ্চ মাধ্যমিক পাশ। সেই সঙ্গে আইটিআই বা কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মোটর মেকানিক ট্রেডে সার্টিফিকেট-সহ কোনও ওয়ার্কশপে সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা। অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা।
কনস্টেবল
শূন্যপদ
৪৪টি (সাধারণ ১৭, তফসিলি জাতি ৭, তফসিলি উপজাতি ৭, ও বি সি ৭, আর্থিক ভাবে অনগ্রসর ৬)।
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক বা সমতুল। সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট অথবা সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রাক্তন সমরকর্মীদের জন্য নিয়মানুসারে শূন্যপদ সংরক্ষিত থাকবে।
বয়স
১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫, ও বি সি-রা ৩ বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
বেতনক্রম
হেড কনস্টেবল পদের ক্ষেত্রে ২৫,৫০০-৮১,১০০ টাকা। কনস্টেবল পদের ক্ষেত্রে ২১,৭০০-৬৯,১০০ টাকা।
নিয়োগ পদ্ধতি
প্রার্থী বাছাই করা হবে দৈহিক সক্ষমতার পরীক্ষা, দৈহিক মাপজোক যাচাই, নথিপত্র যাচাই, লিখিত পরীক্ষা, প্র্যাক্টিক্যাল টেস্ট ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।
দরখাস্ত বা আবেদন
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে, https:// recruitment.itbpolice.nic.in প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে।
দরখাস্ত বা আবেদনের দিনক্ষণ
অনলাইন দরখাস্ত করা যাবে ২৪ ডিসেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত।
আবেদন ফি
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। তফসিলি ও প্রাক্তন সমরকর্মীদের কোনও ফি দিতে লাগবে না।
বিশেষ নির্দেশ
খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।