ভারতের ন্যাভাল সায়েন্সে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং
বিভিন্ন ট্রেড ও ইঞ্জিনিয়ারিং শাখায় ৫৩ জন তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ন্যাভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরি। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর অধীনস্থ একটি সংস্থা। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১ এবং সংশোধনী (১৯৬১, ১৯৭৩ ও ২০১৪) অনুসারে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ও ট্রেড অ্যাপ্রেন্টিস ক্যাটেগরিতে ১২ মাসের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি নম্বর
এই প্রশিক্ষণের বিজ্ঞপ্তি নম্বর হল NSTL/ APPRENTICESHIP/02/2024.
ক্যাটেগরি অনুসারে আসন
বি টেক/বি ই (গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস)
আসনসংখ্যা
১৪টি।
নিয়োগ করা হবে এই সব ইঞ্জিনিয়ারিং শাখা থেকে
ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ন্যাভাল আর্কিটেকচার, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন।
শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বিই বা বি টেক।
স্টাইপেন্ড
নির্দিষ্ট মাসিক ৯,০০০ টাকা।
টেকনিশিয়ান (ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস)
আসনসংখ্যা
১৫টি।
নিয়োগ করা হবে এই সব ইঞ্জিনিয়ারিং শাখা থেকে
কমার্শিয়াল অ্যান্ড কম্পিউটার প্র্যাক্টিস (ডিসিসিপি), ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল, ফুড সায়েন্স অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল/হোটেল ম্যানেজমেন্ট, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন।
শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা।
স্টাইপেন্ড
নির্দিষ্ট মাসিক ৮,০০০ টাকা।
আইটিআই (ট্রেড অ্যাপ্রেন্টিস)
আসনসংখ্যা
২৪টি।
নিয়োগ করা হবে এই সব ট্রেড থেকে
ফটোগ্রাফার/ডিজিটাল ফটোগ্রাফার, ইলেক্ট্রিশিয়ান, ফিটার, টার্নার, ওয়েল্ডার, ডিজেল/মোটর মেকানিক, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, মেশিনিস্ট।
শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত আইটিআই কোর্স পাশ।
স্টাইপেন্ড
নিয়মানুসারে।
সংরক্ষিত আসন
নিয়মানুসারে তফসিলি, ও বি সি প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত থাকবে। প্রার্থীকে অবশ্যই ২০২২ বা ২০২৩ বা ২০২৪ সালে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে। সব শাখার ক্ষেত্রেই এর আগে কোথাও অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকলে বা বর্তমানে ট্রেনিং চললে বা ১ বছরের বেশি সময়ের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করবেন না।
বয়স
১৪-১২-২০২৪ তারিখে অন্তত ১৮ বছর হতে হবে।
নিয়োগ পরীক্ষা
প্রার্থী বাছাই করা হবে মেধার ভিত্তিতে বা লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে।
অনলাইন রেজিস্ট্রেশন
প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে এই ওয়েবসাইটের মাধ্যমে, www.apprenticeshipindia.gov.in গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে এই ওয়েবসাইটের মাধ্যমে, www.nats.education.gov.in । রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৪ ডিসেম্বর।
বিশেষ নির্দেশ
বিশদ জানতে দেখুন এই ওয়েবসাইট: www.drdo.gov.in