অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন ও নাবার্ড-এর যৌথ উদ্যোগে বৃত্তিমূলক প্রশিক্ষণ
অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশনের সংস্থা ‘সেডি’ ও নাবার্ড যৌথ ভাবে চাকরি ও ব্যবসার উপযোগী বিভিন্ন ধরনের পেশাদারি ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকে। শীঘ্রই শুরু হতে চলেছে এঁদের সিউয়িং মেশিন অপারেটর ও বিউটিশিয়ান কোর্স। প্রশিক্ষণ শেষে পরীক্ষা নিয়ে সফল শিক্ষার্থীদের শংসাপত্র দেওয়া হবে। আগ্রহীরা আবেদন করতে পারেন এখনই। ভর্তি হওয়ার ফর্ম দেওয়া হচ্ছে সংস্থার অফিস থেকে।
শিক্ষাগত যোগ্যতা
অন্তত অষ্টম শ্রেণি পাশ। পুরুষ ও মহিলা, উভয়ই প্রশিক্ষণ নিতে পারেন।
বয়স
১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আসনসংখ্যা
২০টি।
কোর্সের মেয়াদ
তিন মাস (উভয় কোর্সের)।
ভর্তি হওয়ার শেষ তারিখ ও প্রশিক্ষণ শুরু
২০ ডিসেম্বর।
প্রশিক্ষণের জন্য যোগাযোগ
অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন (সেডি), সাঁকরাইল, ধূলাগড়ী, হাওড়া (সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত)। ফোন : ৭৯৮০৭-২০৮৬৮/৯৭৪৮৪-০৭৯০০।