ভারতের ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চে সায়েন্টিস্ট
সায়েন্টিস্ট পদে ২৮ জনকে নেবে কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। এটি কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের আওতাধীন স্বশাসিত সংস্থা সিএসআইআর-এর অধীনস্থ একটি প্রতিষ্ঠান। প্রথমে প্রবেশন।
বিজ্ঞপ্তি নম্বর
এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর ০২/২০২৪।
শূন্যপদের বিন্যাস
সাধারণ ১৫, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ২, ও বি সি ৭, আর্থিক ভাবে অনগ্রসর ২। এর মধ্যে সাধারণ ক্যাটেগরির ২টি শূন্যপদ শ্রবণসংক্রান্ত প্রতিবন্ধী এবং একাধিক প্রতিবন্ধকতা আছে এমন প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
শিক্ষাগত যোগ্যতা
বিভিন্ন পোস্ট কোড অনুসারে কেমিস্ট্রি বা কেমিক্যাল সায়েন্সেস, ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্সেস বা মেটিরিয়াল সায়েন্সে পি এইচ ডি সাবমিট করে থাকতে হবে অথবা কেমিক্যাল বা মেটালার্জিক্যাল বা মেটিরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এম ই বা এম টেক। সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণাধর্মী কাজ করে থাকতে হবে।
বয়স
৩১-১২-২০২৪ তারিখে ৩২ বছরের মধ্যে হতে হবে। তফসিলি-রা ৫, ও বি সি-রা ৩ ও দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন।
বেতনক্রম
সপ্তম বেতন কমিশনের লেভেল ১১ অনুযায়ী।
প্রার্থী বাছাই
প্রার্থী বাছাই করা হবে মেধার ভিত্তিতে।
দরখাস্ত বা আবেদন
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.cecri.res.in প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো, সই ও প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি
ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের কোনও ফি দিতে লাগবে না।
বিশেষ নির্দেশ
বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা সহ খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।