শুধুমাত্র তফসিলি, ও বি সি-রা আবেদন করবেন
প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে ৮২ জনকে নেবে ঝাড়খণ্ডের ধানবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি)। এটি তফসিলি এবং ও বি সি প্রার্থীদের জন্য বিশেষ নিয়োগ অভিযান।
বিজ্ঞপ্তি নম্বর
এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর Dean (F)/1/2024-(Special Drive for SC/ST/OBC-NCL).
নিয়োগ করা হবে এই সব বিষয়ে
অ্যাপ্লায়েড জিওলজি, অ্যাপ্লায়েড জিওফিজিক্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল বায়োলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফুয়েল, মিনারেলস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স।
শূন্যপদের বিন্যাস
তফসিলি জাতি ২৮, তফসিলি উপজাতি ১৪, ও বি সি ৪০। দৈহিক প্রতিবন্ধীদের জন্য নিয়মানুসারে শূন্যপদ সংরক্ষিত থাকবে।
শিক্ষাগত যোগ্যতা
পি এইচ ডি ডিগ্রি। স্নাতকোত্তরে প্রথম শ্রেণির নম্বর থাকতে হবে। শিক্ষার্থী হিসেবে বরাবর ভালো ফল করে থাকতে হবে। সেইসঙ্গে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে ৩ বছর, অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে ৬ বছর (এর মধ্যে ৩ বছর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কোনও জাতীয় গুরুত্বসম্পন্ন প্রতিষ্ঠানে) এবং প্রফেসরের ক্ষেত্রে ১০ বছরের (এর মধ্যে ৪ বছর অ্যাসোসিয়েট প্রফেসর পদে কোনও জাতীয় গুরুত্বসম্পন্ন প্রতিষ্ঠানে) গবেষণা বা অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স
অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে ৩১-১-২০২৫ তারিখে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫, ও বি সি-রা ৩ ও দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন।
মূল বেতন
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (গ্রেড-টু) পদের ক্ষেত্রে ৭০,৯০০ টাকা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (গ্রেড-ওয়ান) পদের ক্ষেত্রে ১,০১,৫০০ টাকা, অ্যাসোসিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে ১,৩৯,৬০০ টাকা, প্রফেসর পদের ক্ষেত্রে ১,৫৯,১০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।
দরখাস্ত বা আবেদন
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.iitism.ac.in প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
বিশেষ নির্দেশ
বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা-সহ খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।