বিলাসপুর এইমসে অধ্যাপক

বিলাসপুর এইমসে অধ্যাপক

বিভিন্ন শাখায় ৭৮ জন প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে হিমাচল প্রদেশের বিলাসপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)। এটি কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা।

বিজ্ঞপ্তি নম্বর

এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর : AIIMS-BLS(B-I)(2)(5)(Vol-IV)/24-6781.

শূন্যপদের বিন্যাস

প্রফেসর

শূন্যপদ

২২টি (সাধারণ ৮, তফসিলি জাতি ৫, তফসিলি উপজাতি ১, ও বি সি ৭, আর্থিক ভাবে অনগ্রসর ১)। প্রফেসর

নিয়োগ করা হবে এই সব বিভাগে

অ্যানেস্থিশিয়া, বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি, বায়োকেমিস্ট্রি, কার্ডিওলজি, কার্ডিয়োথোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি, ডার্মাটোলজি, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, নিউরোলজি, নিউরোসার্জারি, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনিকোলজি, অপথ্যালমোলজি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স সার্জারি, প্যাথোলজি, সাইকিয়াট্রি, পালমোনারি মেডিসিন, রেডিয়োথেরাপি, ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক, ইউরোলজি।

অ্যাডিশনাল প্রফেসর

শূন্যপদ

১৬টি (সাধারণ ৬, তফসিলি জাতি ৪, ও বি সি ৬)।

অ্যাডিশনাল প্রফেসর নিয়োগ করা হবে এই সব বিভাগে

অ্যানেস্থিশিয়া, বায়োকেমিস্ট্রি, কার্ডিওলজি, ডার্মাটোলজি, ফরেন্সিক মেডিসিন/টক্সিকোলজি, জেনারেল সার্জারি, মাইক্রোবায়োলজি, নেওন্যাটোলজি, নিউরোসার্জারি, নিউক্লিয়ার মেডিসিন, অর্থোপেডিক্স, অপথ্যালমোলজি, পেডিয়াট্রিক্স, সাইকিয়াট্রি, রেডিয়োলজি, ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক।

অ্যাসোসিয়েট প্রফেসর

শূন্যপদ

১৬টি (সাধারণ ৩, তফসিলি জাতি ৪, তফসিলি উপজাতি ৩, ও বি সি ৬)।

অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করা হবে এই সব বিভাগে

বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি, কার্ডিওলজি, ক্লিনিক্যাল ইমিউনোলজি অ্যান্ড রিউম্যাটোলজি (ক্লিনিক্যাল সার্ভিস), কমিউনিটি অ্যান্ড হেলথ মেডিসিন, ডার্মাটোলজি, ফরেন্সিক মেডিসিন/টক্সিকোলজি, গ্যাসট্রোয়েন্টেরোলজি, জেনারেল সার্জারি, নিউরোলজি, অর্থোপেডিক্স, প্যাথোলজি, সাইকিয়াট্রি, পালমোনারি মেডিসিন, রেডিয়োলজি, ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক, ইউরোলজি।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

শূন্যপদ

২৪টি (সাধারণ ৯, তফসিলি জাতি ৪, তফসিলি উপজাতি ২, ও বি সি ৮, আর্থিক ভাবে অনগ্রসর ২)।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে এই সব বিভাগে

অ্যানেস্থিশিয়া, কার্ডিয়োথোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি, ক্লিনিক্যাল ইমিউনোলজি অ্যান্ড রিউম্যাটোলজি (ক্লিনিক্যাল সার্ভিস), ডেন্টিস্ট্রি, এন্ডোক্রিনোলজি, ইএনটি, গ্যাসট্রোয়েন্টেরোলজি, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মেডিক্যাল অঙ্কোলজি/ হেমাটোলজি, মাইক্রোবায়োলজি, নেফ্রোলজি, নিউক্লিয়ার মেডিসিন, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনিকোলজি, প্যাথোলজি, পালমোনারি মেডিসিন, রেডিয়োলজি, সার্জিক্যাল গ্যাসট্রোরেন্টেরোলজি, সার্জিক্যাল অঙ্কোলজি।

সংরক্ষিত শূন্যপদ

নিয়মানুসারে দৈহিক প্রতিবন্ধীদের জন্য শূন্যপদ সংরক্ষিত থাকতে হবে।

বয়স

৭-১-২০২৫ তারিখে প্রফেসর ও অ্যাডিশনাল প্রফেসর পদের ক্ষেত্রে ৫৮ বছরের মধ্যে এবং অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে ৫০ বছরের মধ্যে হতে হবে। তফসিলি-রা ৫, ও বি সি-রা ৩ বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই

প্রার্থী বাছাই করা হবে পার্সোন্যাল ইন্টারভিউয়ের মাধ্যমে।

বেতনক্রম

প্রফেসর পদের ক্ষেত্রে ১,৬৮,৯০০-২,২০,৪০০ টাকা, অ্যাডিশনাল প্রফেসর পদের ক্ষেত্রে ১,৪৮,২০০-২,১১,৪০০ টাকা, অ্যাসোসিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে ১,৩৮,৩০০-২,০৯,২০০ টাকা ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে ১,০১,৫০০-১,৬৭,৪০০ টাকা।

দরখাস্ত বা আবেদন

অনলাইন দরখাস্ত করতে হবে এই গুগল লিংকের মাধ্যমে https://forms.gle/ V4r5aFqTzgKPNnBu5 দরখাস্ত পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো ও সই আপলোড করতে হবে। যথাযথ ভাবে দরখাস্ত পূরণের পর এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন।

আবেদন ফি

ফি বাবদ দিতে হবে ২,৩৬০ টাকা (তফসিলিদের ক্ষেত্রে ১,১৮০ টাকা)। এনইএফটি পদ্ধতিতে ‘Excutive Director, AIIMS-Bilaspur’-এর অনুকূলে ফি জমা দিতে হবে এই অ্যাকাউন্ট নম্বরে : 42734198120 (Name of Bank : State Bank of India, Bilaspur, Name of Account Holder : Recruitment Fund, All India Institute of Medical Sciences, Bilaspur, IFS Code SBIN0063972). দৈহিক প্রতিবন্ধীদের ফি দিতে লাগবে না।

আবেদন বা দরখাস্তের বয়ান

দরখাস্ত ভরা খামের উপর লিখবেন ‘Application for the post of……., Department of ……… for AIIMS, Bilaspur (H.P).’ শূন্যস্থান যথাযথ ভাবে পূরণ করবেন।

নথিপত্র পাঠানোর ঠিকানা

৭ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় যাবতীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত নকল, প্রযোজ্য ক্ষেত্রে ফি জমা দেওয়ার নথি ও পূরণ করা দরখাস্তের প্রিন্ট আউট রেজিস্টার্ড বা স্পিড পোস্টে পৌঁছতে হবে এই ঠিকানায় : Deputy Director (Administration), Administrative Block, 3rd Floor, All India Institute of Medical Sciences, Kothipura, Bilaspur, Himachal Pradesh -174037

বিশেষ নির্দেশ

শিক্ষাগত যোগ্যতা-সহ বিশদ তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট : www.aiimsbilaspur.edu.in