ভারতের সুপ্রিম কোর্টে পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট
সিনিয়র পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট ও পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ৭৬ জনকে নেবে সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ-এ পরীক্ষাকেন্দ্র আছে।
শূন্যপদের বিবরণ
সিনিয়র পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ
৩৩টি।
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক। সেই সঙ্গে শর্টহ্যান্ডে মিনিটে ১১০টি ইংরেজি শব্দের নোট নেওয়া এবং কম্পিউটারে মিনিটে ৪০টি ইংরেজি শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে।
বয়স
১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
মূল বেতন
৪৭,৬০০ টাকা।
পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ
৪৩টি।
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক। সেই সঙ্গে শর্টহ্যান্ডে মিনিটে ১০০টি ইংরেজি শব্দের নোট নেওয়া এবং কম্পিউটারে মিনিটে ৪০টি ইংরেজি শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে।
বয়স
১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
মূল বেতন
৪৪,৯০০ টাকা।
সংরক্ষিত বিষয়
তফসিলি, ও বি সি, দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য নিয়মানুসারে শূন্যপদ সংরক্ষিত থাকবে। ৩১-১২-২০২৪ তারিখে প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে। তফসিলি-রা ৫, ও বি সি-রা ৩ ও দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন।
প্রার্থী বাছাই
প্রার্থী বাছাই করা হবে টাইপিং টেস্ট, শর্টহ্যান্ড টেস্ট, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র
কলকাতা।
দরখাস্ত বা আবেদন
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে : www.sci.gov.in প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো ও সই আপলোড করতে হবে। অনলাইন ফর্ম যথাযথ ভাবে পূরণ করে সাবমিটের পর পূরণ করা দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে।
আবেদন ফি
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১,০০০ টাকা (তফসিলি, দৈহিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও স্বাধীনতা সংগ্রামীদের উপর নির্ভরশীল প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা)। অনলাইন পদ্ধতিতে ফি জমা দিতে হবে ইউকো ব্যাঙ্কের মাধ্যমে।
বিশেষ নির্দেশ
খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।