মাজাগন ডকে ২২৯

Table of Contents

ভারতীয় মাজাগন ডকে ২২৯

কম্পোজিট ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান, ফিটার ও অন্যান্য কম্পোজিট ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান, ফিটার-সহ বিভিন্ন পদে ২২৯ জন কর্মী নিয়োগ করবে মাজাগন ডক শিপবিল্ডার্স। এটি ভারত সরকারের একটি সংস্থা।

বিজ্ঞপ্তি নম্বর

এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর MDL/HR-TA-MP/NE/PER/99/2024.

শূন্যপদের বিবরণ

স্কিল্ড-১ (আই ডি-ফাইভ)

চিপার গ্রাইন্ডার
শূন্যপদ

৬টি।

শিক্ষাগত যোগ্যতা

আই টি আইয়ের যে-কোনও ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।

কম্পোজিট ওয়েল্ডার
শূন্যপদ

২৭টি।

শিক্ষাগত যোগ্যতা

ওয়েল্ডার অথবা ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) বা টি আই জি/এম আই জি ওয়েল্ডার বা স্ট্রাকচারাল ওয়েল্ডার বা ওয়েল্ডার (পাইপ অ্যান্ড প্রেশার ভেসেলস), অ্যাডভান্স ওয়েল্ডারের মধ্যে যে-কোনও একটি ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।

ইলেক্ট্রিক ক্রেন অপারেটর
শূন্যপদ

৭টি।

শিক্ষাগত যোগ্যতা

ইলেক্ট্রিশিয়ান ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।

ইলেক্ট্রিশিয়ান
শূন্যপদ

২৪টি।

শিক্ষাগত যোগ্যতা

সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।

ইলেক্ট্রনিক মেকানিক
শূন্যপদ

১০টি।

শিক্ষাগত যোগ্যতা

ইলেক্ট্রনিক মেকানিক বা মেকানিক রেডিয়ো অ্যান্ড র‍্যাডার এয়ারক্রাফট বা মেকানিক টেলিভিশন (ভিডিয়ো) বা মেকানিক-কাম-অপারেটর ইলেক্ট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম বা মেকানিক কমিউনিকেশন ইক্যুইপমেন্ট মেইন্টেন্যান্স বা মেকানিক রেডিয়ো অ্যান্ড টি ভি বা ওয়েপন অ্যান্ড র‍্যাডার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।

ফিটার
শূন্যপদ

১৪টি।

শিক্ষাগত যোগ্যতা

ফিটার বা মেরিন ইঞ্জিনিয়ার ফিটার বা শিপরাইট স্টিল ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। যে-কোনও ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট সহ কোনও শিপবিল্ডিং সংস্থায় সংশ্লিষ্ট পদে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারেন।

গ্যাস কাটার
শূন্যপদ

১০টি।

শিক্ষাগত যোগ্যতা

স্ট্রাকচারাল ফিটার বা টিগ বা মিগ ওয়েল্ডার বা স্ট্রাকচারাল ওয়েল্ডার বা ওয়েল্ডার (পাইপ অ্যান্ড প্রেশার ভেসেলস) বা অ্যাডভান্স ওয়েল্ডার বা গ্যাস কাটার বা ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।

জুনিয়র ড্রাফটসম্যান (মেকানিক্যাল)
শূন্যপদ

১০টি।

শিক্ষাগত যোগ্যতা

মেকানিক্যাল শাখায় ড্রাফটসম্যান ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।

জুনিয়র ড্রাফটসম্যান (ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রনিক্স)
শূন্যপদ

৩টি।

শিক্ষাগত যোগ্যতা

ইলেক্ট্রিক্যাল (ইলেক্ট্রিক্যাল বা পাওয়ার বা ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স বা ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন) বা ইলেক্ট্রনিক্স (ইলেক্ট্রনিক্স বা ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা অ্যালায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বা ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন) বা মেরিন ইঞ্জিনিয়ারিং শাখায় তিন বছরের ডিপ্লোমা বা ডিগ্রি।

জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ইনস্পেক্টর (মেকানিক্যাল)
শূন্যপদ

৭টি।

শিক্ষাগত যোগ্যতা

মেকানিক্যাল বা মেকানিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বা মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন বা প্রোডাকশন বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বা প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বা শিপবিল্ডিং বা সমতুল ইঞ্জিনিয়ারিং শাখা বা মেরিন ইঞ্জিনিয়ারিং শাখায় তিন বছরের ডিপ্লোমা বা ডিগ্রি।

জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ইনস্পেক্টর (ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রনিক্স)
শূন্যপদ

৩টি।

শিক্ষাগত যোগ্যতা

ইলেক্ট্রিক্যাল বা পাওয়ার বা ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স বা ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বা ইলেক্ট্রনিক্স বা ইলেক্ট্রনিক্স অ্যান্ড – কমিউনিকেশন বা ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বা মেরিন ইঞ্জিনিয়ারিং শাখায় তিন বছরের ডিপ্লোমা বা ডিগ্রি।

মিলরাইট মেকানিক
শূন্যপদ

৬টি।

শিক্ষাগত যোগ্যতা

মিলরাইট মেইন্টেন্যান্স মেকানিক বা মেকানিক অ্যাডভান্সড মেশিন টুল মেইন্টেন্যান্স ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। এ

মেশিনিস্ট
শূন্যপদ

৮টি।

শিক্ষাগত যোগ্যতা

মেশিনিস্ট বা মেশিনিস্ট (গ্রাইন্ডার) ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।

জুনিয়র প্ল্যানার এস্টিমেটর (মেকানিক্যাল)
শূন্যপদ

৫টি।

শিক্ষাগত যোগ্যতা

মেকানিক্যাল বা মেকানিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বা মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন বা প্রোডাকশন বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বা প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বা শিপবিল্ডিং বা মেরিন ইঞ্জিনিয়ারিং শাখায় তিন বছরের ডিপ্লোমা বা ডিগ্রি।

রিগার
শূন্যপদ

১৫টি।

শিক্ষাগত যোগ্যতা

সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।

স্টোর কিপার/স্টোর স্টাফ
শূন্যপদ

৮টি।

শিক্ষাগত যোগ্যতা

মেকানিক্যাল (মেকানিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বা মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন বা প্রোডাকশন বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বা প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল) শিপবিল্ডিং, ইলেক্ট্রিক্যাল (ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স বা ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন) বা ইলেক্ট্রনিক্স বা ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বা কম্পিউটার বা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কোনও একটি বিষয়ে তিন বছরের ডিপ্লোমা বা ডিগ্রি। মেটিরিয়াল ম্যানেজমেন্ট সংক্রান্ত যোগ্যতা এবং কম্পিউটারের জ্ঞান থাকলে অগ্রাধিকার।

স্ট্রাকচারাল ফেব্রিকেটর
শূন্যপদ

২৫টি।

শিক্ষাগত যোগ্যতা

স্ট্রাকচারাল ফিটার বা স্ট্রাকচারাল ফেব্রিকেটর ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। এছাড়াও যে- কোনও ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট সহ কোনও শিপবিল্ডিং সংস্থায় সংশ্লিষ্ট পদে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন।

ইউটিলিটি হ্যান্ড (স্কিল্ড)
শূন্যপদ

৬টি।

শিক্ষাগত যোগ্যতা

ফিটার বা মেরিন ইঞ্জিনিয়ার ফিটার বা শিপরাইট (স্টিল) ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। এছাড়াও যে-কোনও ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট সহ কোনও শিপবিল্ডিং সংস্থায় সংশ্লিষ্ট পদে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন।

উড ওয়ার্ক টেকনিশিয়ান
শূন্যপদ

৫টি।

শিক্ষাগত যোগ্যতা

কার্পেন্টার বা শিপরাইট (উড) ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।

সেমি স্কিল্ড-১ (আই ডি-টু)

ফায়ার ফাইটার
শূন্যপদ

১২টি।

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক, সঙ্গে ফায়ার ফাইটিংয়ে অন্তত ছয় মাস মেয়াদের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাশ। এর পাশাপাশি বৈধ হেভি ডিউটি ভেহিক্যল লাইসেন্স থাকতে হবে।

ইউটিলিটি হ্যান্ড (সেমি-স্কিল্ড)
শূন্যপদ

১৮টি।

শিক্ষাগত যোগ্যতা

যে-কোনও ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।

অভিজ্ঞতা

উপরোক্ত সব ক’টি পদের ক্ষেত্রেই কোনও শিপবিল্ডিং সংস্থায় সংশ্লিষ্ট পদে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সংরক্ষিত শূন্যপদ

নিয়মানুসারে তফসিলি, ও বি সি, দৈহিক প্রতিবন্ধী, আর্থিক ভাবে অনগ্রসর প্রার্থী এবং প্রাক্তন অগ্নিবীরদের জন্য শূন্যপদ সংরক্ষিত হবে।

বয়স

১-১১-২০২৪ তারিখে ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে। তফসিলি-রা ৫, ও বি সি-রা ৩, দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

বেতনক্রম

সেমি স্কিল্ড-১-এর ক্ষেত্রে ১৩,২০০-৪৯,৯১০ টাকা এবং অন্যান্য পদের ক্ষেত্রে ১৭,০০০-৬৪,৩৬০ টাকা।

পরীক্ষা পদ্ধতি

প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে এবং অভিজ্ঞতার ভিত্তিতে।

দরখাস্ত বা আবেদন

অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.mazagondock.in প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। অনলাইন দরখাস্তের শেষ তারিখ ১৬ ডিসেম্বর। দরখাস্তের সময় একটি প্রভিশনাল এরেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড পাওয়া যাবে। এগুলি লিখে রাখবেন। পরে কাজে লাগবে। দরখাস্তের সময় জেপেগ বাজে পি জি ফর্ম্যাটে প্রার্থীর রঙিন পাসপোর্ট মাপের ফটো, সই এবং প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইনে দরখাস্ত যথাযথ ভাবে পূরণ করে সাবমিট করার পর পূরণ করা দরখাস্তেরও এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটিও কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন। পরে কাজে লাগবে।

আবেদন ফি

ফি বাবদ অনলাইনে দিতে হবে ৩৫৪ টাকা। তফসিলি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের ফি দিতে হবে না। ফি জমা দেওয়া যাবে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা আই এম পি এস বা ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে। ফি দিয়ে পাওয়া ই-রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন। পরে কাজে লাগবে।

বিশেষ নির্দেশ

খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট। রেজিস্ট্রেশন-সংক্রান্ত কোনও অসুবিধায় যোগাযোগ করতে পারেন এই নম্বরগুলিতে: (০২২) ২৩৭৬- ৪১৪০/৪১২৩/৪১৪১।