কোটাক কন্যা স্কলারশিপ ২০২৪-২৫
পেশাদারি বিষয়ে উচ্চশিক্ষায় আগ্রহী এবং আর্থিকভাবে অনগ্রসর ছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে কোটাক এডুকেশন ফাউন্ডেশন। প্রার্থীর বার্ষিক পারিবারিক আয় হতে হবে ছয় লাখ টাকার নীচে।
আবেদনের যোগ্যতা
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং, এম বি বি এস, বি ডি এস, ইন্টিগ্রেটেড এল এল বি, বি এসসি নার্সিং, বি ফার্ম, ইন্টিগ্রেটেড বি এস-এম এস, বি এস-রিসার্চ, আর্কিটেকচার, ডিজাইন-সহ বিভিন্ন পেশাদারি বিষয়ের স্নাতক কোর্সের প্রথম বর্ষে পাঠরতরা আবেদন করবেন। উচ্চমাধ্যমিকে মোট অন্তত ৭৫ শতাংশ নম্বর বা সমতুল সিজিপিএ পেয়ে থাকতে হবে।
স্কলারশিপের পরিমাণ
সর্বাধিক দেড় লাখ টাকা।
দরখাস্ত বা আবেদন
অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইট-এর মাধ্যমে : www.b4s.in/ karma/KKGS3 ।
দরখাস্তের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ ২০ ডিসেম্বর।