রাজ্য সরকারের নিখরচায় ডেটা এন্ট্রি প্রশিক্ষণ
কম্পিউটারে তথ্য নথিভুক্ত করে রাখে এখন সব সংস্থাই। নীতি নির্ধারণ, পরিকল্পনা রূপায়ণ, বার্ষিক রিপোর্ট তৈরি ইত্যাদি নানাবিধ কাজের জন্য নথিভুক্ত তথ্যের প্রয়োজন হয়। তথ্য নথিভুক্তির এই কাজটিই ডেটা এন্ট্রি।
সম্পূর্ণ নিখরচায় ডেটা এন্ট্রির প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার স্বীকৃত সংস্থা, মাইক্রোসিস। পশ্চিমবঙ্গ-এর বেকার তরুণ-তরুণীদের স্বনির্ভরতার লক্ষ্যে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের অধীনে ‘ডেটা এন্ট্রি অপারেটর উইথ দ্য ইন্ট্রোডাকশন অব ডি টি পি’ নামে এই বৃত্তিমূলক প্রশিক্ষণ কোর্সটি পড়ানো হবে।
শিক্ষাগত যোগ্যতা
অন্তত মাধ্যমিক পাশ।
বয়স
এক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এখন ভর্তি চলছে। আগে এলে-আগে ভর্তি পদ্ধতিতে ভর্তি নেওয়া হবে।
আবেদনপত্রে থাকতে হবে
আগ্রহীরা সরাসরি এসে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্রে থাকতে হবে ছবি ও সই-সহ প্রার্থীর নাম, বাবার নাম, পিনকোড-সহ পুরো ঠিকানা, প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, ক্যাটেগরি, আধার নম্বর, মোবাইল ফোন নম্বর, প্রার্থীর চালু ই মেল আই ডি।
প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা
মাইক্রোসিস, ৩ ওল্ড কোর্ট লেন, পোস্ট: শ্রীরামপুর, জেলা: হুগলি-৭১২ ২০১। আবেদনপত্র পাঠাতে পারেন এই ই-মেল আই ডিতেও webonliapply@gmail.com ।
বিশেষ তথ্য
প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই নম্বরে ৯৮০৪৪-১৭৮৮৪