এনটিপিসিতে অ্যাসিস্ট্যান্ট অফিসার

এনটিপিসিতে অ্যাসিস্ট্যান্ট অফিসার

সেফটি বিভাগে ৫০ জন অ্যাসিস্ট্যান্ট অফিসার নেবে এনটিপিসি (ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন)। এটি কেন্দ্রের শক্তি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা।

বিজ্ঞপ্তি নম্বর

এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর ১৬/২৪।

শূন্যপদের বিন্যাস

সাধারণ ২২, তফসিলি জাতি ৬, তফসিলি উপজাতি ৩, ও বি সি ১৪, আর্থিক ভাবে অনগ্রসর ৫ ।

শিক্ষাগত যোগ্যতা

মোট অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ মেকানিক্যাল বা ইলেক্ট্রিক্যাল বা ইলেক্ট্রনিক্স বা সিভিল বা প্রোডাকশন বা কেমিক্যাল বা কনস্ট্রাকশন বা ইনস্ট্রুমেন্টেশনে ডিগ্রি। সেই সঙ্গে সেন্ট্রাল বা রিজিওনাল লেবার ইনস্টিটিউট থেকে ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে ডিপ্লোমা বা অ্যাডভান্স ডিপ্লোমা বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা।

বয়স

১০-১২-২০২৪ তারিখে ৪৫ বছরের মধ্যে হতে হবে। তফসিলি-রা ৫, ও বি সি-রা ৩ বছরের ছাড় পাবেন।

বেতনক্রম

৩০,০০০-১,২০,০০০ টাকা।

পরীক্ষা পদ্ধতি

প্রার্থী বাছাই করা হবে দু’টি পার্টে বিভক্ত অনলাইন সিলেকশন টেস্টের মাধ্যমে। প্রথম পার্টে থাকবে সাবজেক্ট নলেজ টেস্ট ও দ্বিতীয় পার্টে থাকবে এক্সিকিউটিভ অ্যাপ্টিটিউড টেস্ট।

দরখাস্ত বা আবেদন

অনলাইন দরখাস্ত করতে হবে এই দুই ওয়েবসাইটের যে-কোনও একটির মাধ্যমে careers.ntpc.co.in, www.ntpc.co.in প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইন দরখাস্তের সময় জন্মতারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট, আধার ও প্যান কার্ড, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট ও আর্থিক ভাবে অনগ্রসরদের ক্ষেত্রে যথাযথ প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইন দরখাস্তের পর অ্যাপ্লিকেশন স্লিপের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রেখে দেবেন। পরে প্রয়োজন হবে।

আবেদন ফি

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৩০০ টাকা। ফি অনলাইন ও অফলাইন, দু’পদ্ধতিতেই দেওয়া যাবে। অফলাইনে পে-ইন-স্লিপের মাধ্যমে ফি জমা দিতে হবে এই অ্যাকাউন্ট নম্বরে 30987919993 (CAG branch, New Delhi, Code: 09996) অনলাইনে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফি দিতে লাগবে না। ফি জমা দেওয়ার পর অফলাইনের ক্ষেত্রে জার্নাল নম্বর ও ব্রাঞ্চ কোড-সহ রসিদ এবং অনলাইনের ক্ষেত্রে ই-রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রেখে দেবেন। পরে প্রয়োজন হবে।

বিশেষ নির্দেশ

খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।