আর্মি অর্ডন্যান্স ক্যরে ৭২৩

Table of Contents

ভারতের আর্মি অর্ডন্যান্স ক্যরে ৭২৩

বিভিন্ন পদে ৭২৩ জনকে নেবে আর্মি অর্ডন্যান্স ক্যর। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। গ্রুপ ‘সি’ পদে নিয়োগ করা হবে। প্রথমে ২ বছরের প্রবেশন।

বিজ্ঞপ্তি নম্বর

এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর OCT/AOC-03. AOC/CRC/2024/

শূন্যপদের বিন্যাস

মেটিরিয়াল অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ

১৯টি (সাধারণ ১০, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ১, ও বি সি ৫, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত থাকবে।

শিক্ষাগত যোগ্যতা

যে-কোনও শাখায় স্নাতক। অথবা মেটিরিয়াল ম্যানেজমেন্ট বা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনও শাখায় ডিপ্লোমা।

বয়স

১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ

২৭টি (সাধারণ ১২, তফসিলি জাতি ৪, তফসিলি উপজাতি ২, ও বি সি ৭, আর্থিক ভাবে অনগ্রসর ২)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ২টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে।

শিক্ষাগত যোগ্যতা

উচ্চ মাধ্যমিক পাশ। কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ৩৫টি শব্দ অথবা হিন্দিতে মিনিটে ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স

১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

সিভিল মোটর ড্রাইভার

শূন্যপদ

৪টি (সাধারণ ৩, ও বি সি ১)।

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক বা সমতুল। হেভি ভেহিক্যল ড্রাইভিং লাইসেন্স ও হেভি ভেহিক্যল চালানোর ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স

১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

টেলি অপারেটর গ্রেড-টু

শূন্যপদ

১৪টি (সাধারণ ৭, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ১, ও বি সি ৩, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত থাকবে।

শিক্ষাগত যোগ্যতা

উচ্চ মাধ্যমিক বা সমতুল। পিবিএক্স বোর্ডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে সাবলীল ভাবে কথা বলতে জানলে অগ্রাধিকার।

বয়স

১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

ফায়ারম্যান

শূন্যপদ

২৪৭টি (সাধারণ ১০২, তফসিলি জাতি ৩৭, তফসিলি উপজাতি ১৮, ও বি সি ৬৬, আর্থিক ভাবে অনগ্রসর ২৪)। এর মধ্যে ৯টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ২৪টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে।

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক বা সমতুল।

বয়স

১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

দৈহিক মাপজোক

ফায়ারম্যান পদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৫ সেমি (তফসিলি উপজাতির প্রার্থীরা উচ্চতায় ২.৫ সেমি ছাড় পাবেন), বুকের ছাতির মাপ না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮১.৫ সেমি ও ৮৫ সেমি। ওজন হতে হবে অন্তত ৫০ কেজি।

কার্পেন্টার অ্যান্ড জয়েনার

শূন্যপদ

৭টি (সাধারণ ৫, তফসিলি জাতি ১, ও বি সি ১)।

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক বা সমতুল। সেইসঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের আইটিআই কোর্স পাশ এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কেবল ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারেন।

বয়স

১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

পেইন্টার অ্যান্ড ডেকরেটর

শূন্যপদ

৫টি (সাধারণ ৪, ও বি সি ১)।

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক বা সমতুল। সেইসঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের আইটিআই কোর্স পাশ এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কেবল ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারেন।

বয়স

১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

মাল্টি টাস্কিং স্টাফ

শূন্যপদ

১১টি (সাধারণ ৭, তফসিলি জাতি ১, ও বি সি ২, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে।

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক বা সমতুল। সেইসঙ্গে সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স

১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

ট্রেডসম্যান মেট

শূন্যপদ

৩৮৯টি (সাধারণ ১৫৯, তফসিলি জাতি ৫৮, তফসিলি উপজাতি ২৯, ও বি সি ১০৫, আর্থিক ভাবে অনগ্রসর ৩৮)। এর মধ্যে ১৫টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ৩৮টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে।

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক বা সমতুল। সেইসঙ্গে যে-কোনও ট্রেডে আইটিআই কোর্স পাশ।

বয়স

১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম

মেটিরিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ২৯,২০০-৯২,৩০০ টাকা, মাল্টি টাস্কিং স্টাফ ও ট্রেডসম্যান মেট পদের ক্ষেত্রে ১৮,০০০-৫৬,৯০০ টাকা, বাকি সব ক’টি পদের ক্ষেত্রে ১৯,৯০০-৬৩,২০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি

প্রার্থী বাছাই করা হবে স্কিল টেস্ট ও লিখিত পরীক্ষার মাধ্যমে। ফায়ারম্যান ও ট্রেডসম্যান মেট পদের ক্ষেত্রে দৈহিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। ফায়ারম্যান পদের ক্ষেত্রে দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে- ৬ মিনিটে (মহিলাদের ক্ষেত্রে ৮ মিনিট ২৬ সেকেন্ডে) ১.৬ কিলোমিটার দৌড়, ৬৩.৫ কেজি ওজনের একজন মানুষকে বহন করে ৯৬ সেকেন্ডে ১৮৩ মিটার নিয়ে যাওয়া, ২.৭ মিটার লং জাম্প, হাত ও পা ব্যবহার করে দড়ি ধরে ৩ মিটার ওঠা। ট্রেডসম্যান মেট পদের ক্ষেত্রে দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে- ৬ মিনিটে (মহিলাদের ক্ষেত্রে ৮ মিনিট ২৬ সেকেন্ডে) ১.৫ কিলোমিটার দৌড়, ৫০ কেজি ওজনের একজন মানুষকে বহন করে ১০০ সেকেন্ডে (মহিলাদের ক্ষেত্রে ২২৫ সেকেন্ডে) ২০০ মিটার নিয়ে যাওয়া।

লিখিত পরীক্ষা

এই নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় থাকবে জেনারেল ইন্টেলিজেন্স, নিউমেরিক অ্যাপ্টিটিউড, জেনারেল অ্যাওয়‍্যারনেস এবং অ্যাসিস্ট্যান্ট ও টেলি অপারেটর পদের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেশন, বাকি সব পদের ক্ষেত্রে জেনারেল ইংলিশ বিষয়ে ১৫০ নম্বরের প্রশ্ন। সময় ২ ঘণ্টা।

দরখাস্ত পদ্ধতি

অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https:// aocrecruitment.gov.in । অনলাইন দরখাস্তের শেষ তারিখ ২২ ডিসেম্বর।

বিশেষ নির্দেশ

খুঁটিনাটি জানতে দেখুন উপরোক্ত ওয়েবসাইট।