অ্যামাজন ফিউচার ইঞ্জিনিয়ার স্কলারশিপ

অ্যামাজন ফিউচার ইঞ্জিনিয়ার স্কলারশিপ

কম্পিউটার সায়েন্স ও সমতুল শাখায় ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক কোর্সে পাঠরত আর্থিক ভাবে অনগ্রসর প্রার্থীদের স্কলারশিপ দিচ্ছে অ্যামাজন।

আবেদনের যোগ্যতা

স্নাতক কোর্সের প্রথম বর্ষে পাঠরতরা আবেদন করবেন। ২০২২-এর আগে উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করবেন না। বার্ষিক পারিবারিক আয় হতে হবে ৩ লাখ টাকার নীচে।

স্কলারশিপের পরিমাণ

বছর প্রতি ৫০,০০০ টাকা।

দরখাস্ত বা আবেদন

অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.b4s.in/ karma/AFES2 আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।