সেন্ট্রাল ওয়্যারহাউজিংয়ে ১৬৫

সেন্ট্রাল ওয়্যারহাউজিংয়ে ১৬৫

ম্যানেজমেন্ট ট্রেনি, অ্যাকাউন্ট্যান্ট, সুপারিন্টেন্ডেন্ট ও জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ১৬৫ জনকে নেবে সেন্ট্রাল ওয়‍্যারহাউজিং কর্পোরেশন। এটি কেন্দ্রের কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। পশ্চিমবঙ্গ-এ একাধিক পরীক্ষাকেন্দ্র রয়েছে।

বিজ্ঞপ্তি নম্বর

এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: CWC/1-Manpower/DR/Rectt/ 2024/01.

শূন্যপদের বিবরণ

ম্যানেজমেন্ট ট্রেনি (জেনারেল)

শূন্যপদ

৪০টি (সাধারণ ১৯, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ৩, ও বি সি ১১, আর্থিক ভাবে অনগ্রসর ৪)। এর মধ্যে ২টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে।

শিক্ষাগত যোগ্যতা

পার্সোনেল ম্যানেজমেন্ট বা হিউম্যান রিসোর্স বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা মার্কেটিং ম্যানেজমেন্ট বা সাপ্লাই চেন ম্যানেজমেন্টে স্পেশ্যালাইজেশন নিয়ে প্রথম শ্রেণির নম্বর-সহ এমবিএ।

বয়স

২৮ বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম

৬০,০০০- ১,৮০,০০০ টাকা।

ম্যানেজমেন্ট ট্রেনি (টেকনিক্যাল)

শূন্যপদ

১৩টি (সাধারণ ৮, তফসিলি জাতি ১, ও বি সি ৩, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত থাকবে।

শিক্ষাগত যোগ্যতা

প্রথম শ্রেণির নম্বর-সহ এগ্রিকালচারে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। বিষয় হিসেবে এন্টোমোলজি বা মাইক্রো বায়োলজি বা বায়ো-কেমিস্ট্রি পড়ে থাকতে হবে। অথবা প্রথম শ্রেণির নম্বর-সহ বায়ো-কেমিস্ট্রি বা জুলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। বিষয় হিসেবে এন্টোমোলজি পড়ে থাকতে হবে। ওয়্যারহাউজিং অ্যান্ড কোল্ড চেন ম্যানেজমেন্ট বা কোয়ালিটি ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার।

বয়স

২৮ বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম

৬০,০০০-১,৮০,০০০ টাকা।

অ্যাকাউন্ট্যান্ট

শূন্যপদ

৯টি (সাধারণ ১, তফসিলি জাতি ৪, তফসিলি উপজাতি ১, ও বি সি ২, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত থাকবে।

শিক্ষাগত যোগ্যতা

বি কম বা বি এ (কমার্স)। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্টস অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্ট বা স্যাস অ্যাকাউন্ট্যান্ট যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। সেই সঙ্গে সব ক্ষেত্রেই ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স

৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম

৪০,০০০- ১,৪০,০০০ টাকা।

সুপারিন্টেন্ডেন্ট

শূন্যপদ

২২টি (সাধারণ ১৩, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ২, ও বি সি ২, আর্থিক ভাবে অনগ্রসর ২)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত থাকবে।

শিক্ষাগত যোগ্যতা

যে-কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

বয়স

৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম

৪০,০০০-১,৪০,০০০ টাকা।

জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ

৮১টি (সাধারণ ৩৩, তফসিলি জাতি ১৭, তফসিলি উপজাতি ৫, ও বি সি ১৮, আর্থিক ভাবে অনগ্রসর ৮)। এর মধ্যে ৪টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী ও ১২টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে।

শিক্ষাগত যোগ্যতা

এগ্রিকালচারে ডিগ্রি। অথবা বি এসসি ডিগ্রি, সে ক্ষেত্রে জুলজি বা কেমিস্ট্রি বা বায়ো-কেমিস্ট্রি অন্যতম বিষয় হিসেবে পড়ে থাকতে হবে।

বয়স

২৮ বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম

২৯,০০০-৯৩,০০০ টাকা।

বয়সে ছাড়

১২-১-২০২৫ তারিখে প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে। তফসিলিরা ৫, ও বি সি-রা ৩ ও দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

প্রার্থী বাছাই

এক্ষেত্রে প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা, নথিপত্র যাচাই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে কেবল অনলাইন পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে। মোট ২০০ নম্বরের পরীক্ষা। সময় আড়াই ঘণ্টা। নেগেটিভ মার্কিং আছে। পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলি হল বৃহত্তর কলকাতা, হুগলি, শিলিগুড়ি।

দরখাস্ত বা আবেদন

অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.cewacor.nic.in প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে ১২ জানুয়ারি পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো (২০০×২৩০ পিক্সেল ডাইমেনশনে ২০-৫০ কেবি সাইজের মধ্যে), সই (১৪০×৬০ পিক্সেল ডাইমেনশনে ১০-২০ কেবি সাইজের মধ্যে), বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ (২৪০×২৪০ পিক্সেল ডাইমেনশনে ২০-৫০ কেবি সাইজের মধ্যে) এবং হাতে লেখা ডিক্লারেশন (৮০০×৪০০ পিক্সেল ডাইমেনশনে ৫০-১০০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইন দরখাস্ত করার সময় রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাওয়া যাবে। এগুলি লিখে রাখবেন। পরে প্রয়োজন হবে। অনলাইন ফর্ম সাবমিটের পর পূরণ করা দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে।

আবেদন ফি

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১,৩৫০ টাকা (মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে ৫০০ টাকা)। ডেবিট কার্ড (রুপে/ভিসা/মাস্টার কার্ড/মায়েস্ট্রো) বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (আই এম পি এস) বা ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। ফি জমার পরে সিস্টেম জেনারেটেড ই- রিসিপ্টের একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি নিজের কাছে রেখে দেবেন। পরে দরকার হবে।

জরুরী নির্দেশ

খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট