কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিং ও স্ট্রেস ম্যানেজমেন্ট কোর্স
আধুনিক জীবনযাত্রার দ্রুত গতি, কাজের চাপ, ছোট পরিবার, একাকিত্ব-সহ নানান পরিস্থিতি মানসিক চাপের সমস্যা বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। অবস্থার সঙ্গে মানিয়ে নিতে না পেরে মনের গভীরে জটিলতা তৈরি হচ্ছে। সাধারণ ভাবে এই সমস্যা সম্পর্কে আমরা ততটা সচেতন নই, যতটা সামান্য জ্বর বা কাশি নিয়ে হয়ে থাকি। তবে ইদানীং জনসচেতনতা বেড়েছে। মানুষ এ ধরনের সমস্যায় পড়লে চিকিৎসা করাতে চাইছেন, কাউন্সেলরের সঙ্গে কথা বলে সমাধান চাইছেন। বহু স্কুলে ও অফিসে এখন স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকে, যাতে পড়াশোনার বা কাজের চাপ সামাল দিতে অসুবিধা না হয়।
স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে পড়াশোনা করে চাকরি পেতে পারেন সরকারি ও বেসরকারি, দু’ধরনের সংস্থাতেই। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, এনজিও কিংবা সরকারি প্রোজেক্টে রয়েছে অনেক কাজের সুযোগ। স্বাধীন ভাবে বা কোনও সংস্থার সঙ্গে ফ্রিলান্সার হিসেবে যুক্ত থেকেও কাজ করা যায়।
কী পড়বেন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং ও স্ট্রেস ম্যানেজমেন্টের ডিপ্লোমা কোর্সটির মেয়াদ দু’বছর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কাউন্সেলিং সার্ভিসেস অ্যান্ড স্টাডিজ ইন সেলফ ডেভেলপমেন্ট বিভাগের অধীনে এই কোর্সটি পড়ানো হবে। সন্ধেয় ক্লাস, সপ্তাহে তিন দিন।
শিক্ষাগত যোগ্যতা
যে কোনও শাখায় স্নাতক।
কী ভাবে ভর্তি
এখন ভর্তি চলছে। আবেদনপত্র পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ইনফর্মেশন সেন্টার থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৭ জানুয়ারি। যথাযথ ভাবে পূরণ করা আবেদনপত্র সরাসরি গিয়ে জমা দিতে হবে বিশ্ববিদ্যালয়ের দর্শনা ভবনে।
প্রার্থী বাছাই
প্রার্থী বাছাই করা হবে একটি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষা ১০ জানুয়ারি। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউ ১৭ ও ১৮ জানুয়ারি।
বিশেষ নির্দেশ
বিশদ জানতে দেখুন এই ওয়েবসাইট : https://jadavpuruniversity.in/ প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই নম্বরে : ৮৬৯৭০-৬০১৭১।