হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে অ্যাডভেঞ্চার স্পোর্টসের পেশার প্রশিক্ষণ
ট্রেকিং, অ্যাডভেঞ্চার স্পোর্টস, রক ক্লাইম্বিং, সার্চ ও রেসকিউ অপারেশন, মাউন্টেনিয়ারিং কোর্সে ভর্তি নিচ্ছে দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এটি একটি বিশ্বখ্যাত পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার স্পোর্টস প্রশিক্ষণ সংস্থা। ২০২৫-২৬ বর্ষের কোর্সে ভর্তির প্রক্রিয়া চলছে। স্বল্পমেয়াদি কোর্স। একাধিক ব্যাচে প্রশিক্ষণ হবে। সময়-সুযোগ অনুসারে প্রশিক্ষণের ব্যাচ বেছে নেওয়ার সুযোগ রয়েছে। পুরুষ-মহিলা উভয়ই আবেদনের যোগ্য।
সামগ্রিক ভাবে অ্যাডভেঞ্চার স্পোর্টস এখন আর শুধু ব্যক্তিগত শখের বিষয় নয়। শখকে পেশায় পরিণত করার সুযোগ রয়েছে। পর্যটন ক্ষেত্রে নানাবিধ অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রচলন বাড়ছে দেশ জুড়ে। প্রশিক্ষিত ইনস্ট্রাক্টর বা প্রশিক্ষক ও গাইডের চাহিদা বাড়ছে। প্রশিক্ষিতদের পর্যটন সংস্থায় চাকরি হতে পারে। রয়েছে স্বনিযুক্তির সুযোগও।
২০২৫-২৬ বর্ষে ভর্তি নেওয়া হচ্ছে এই সব কোর্সে (ব্র্যাকেটে ফি)
(১) বেসিক মাউন্টেনিয়ারিং (২৪,৮০২ টাকা)। (২) অ্যাডভান্সড মাউন্টেনিয়ারিং কোর্স (২৪,৮০২ টাকা)। (৩) সার্চ ও রেসকিউ কোর্স (২৪,৮০২ টাকা)। (৪) মেথড অব ইনস্ট্রাকশন (২৪,৮০২ টাকা)। (৫) অ্যাডভেঞ্চার কোর্স (১৩,২৮৭ টাকা)। (৬) স্পেশ্যাল কোর্স: রক ক্লাইম্বিং (১২,০৮০ টাকা), উইন্টার অ্যালপাইন ক্লাইম্বিং ট্রেনিং (৬৭,৬৪১ টাকা), উইন্টার ট্রেক টু এইচ এম আই বেসক্যাম্প (৪৮,৩১৫ টাকা)।
প্রশিক্ষণের ব্যবস্থা
রয়েছে কাস্টমাইজড প্রশিক্ষণের ব্যবস্থাও। এগুলির মধ্যে রক ক্লাইম্বিং ও ট্রেকিংয়ের কোর্স করা যায় বছরের যে-কোনও সময়। প্রতিটি কোর্সের ফি ২,১৯৭ টাকা। বেসিক ও অ্যাডভান্সড মাউন্টেনিয়ারিংয়ের কোর্স করা যাবে মার্চ থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত।
বিশদ জানতে
আগ্রহীরা কোর্স সংক্রান্ত খুঁটিনাটি তথ্যের জন্য দেখতে পারেন এই ওয়েবসাইটটি : https://hmidarjeeling.com/course-programme/course- programme-2025-2026/
ঠিকানা
জওহর পর্বত, দার্জিলিং-৭৩৪ ১০১। ফোন: ৭৬০২২-১৫৩১২।