অ্যকসেঞ্চারে ফ্রেশার গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার

কলকাতা-সহ বিভিন্ন শহরে নিয়োগ

কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির বেশ কিছু ফ্রেশার গ্র্যাজুয়েট নেবে তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাকসেঞ্চার। এন্ট্রি লেভেলে নিয়োগ হবে প্যাকেজড অ্যাপ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট পদে। কাজের অভিজ্ঞতা থাকলেও তা ২৩ মাসের বেশি হলে চলবে না। নিয়োগ হবে কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে, মুম্বই, চেন্নাই, গুরুগ্রাম, ইন্দোর, জয়পুর, কোয়েম্বাটোর, আমেদাবাদ ও ভুবনেশ্বরে। প্রকৃতপক্ষে অ্যাসোসিয়েট সফটওয়‍্যার ইঞ্জিনিয়ার পদের দায়িত্ব পালন করতে হবে প্রাথমিক পর্যায়ে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করতে পারেন বি ই, বি টেক, এম ই, এম টেক, এম সি এ এবং এম এস সি (কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি, কম্পিউটার অ্যাপ্লিকেশনস, ডেটা সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস) ডিগ্রিধারীরা।

দরখাস্ত করবেন কিভাবে

আবেদন করতে পারেন এখনই, এই ওয়েবসাইটের মাধ্যমে: https:// www.accenture.com/in-en/careers/local/technology-grads/

বিশেষ নির্দেশ

নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি তথ্যও পাবেন এই ওয়েবসাইট-এ।