ইউজিসি নেট-ডিসেম্বর ২০২৪ উত্তীর্ণরা আবেদন করবেন
বিভিন্ন বিভাগে ৭১ জন অফিসার ট্রেনি নেবে পাওয়ার গ্রিড। এটি কেন্দ্রের শক্তি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রার্থীকে অবশ্যই ইউজিসি নেট-ডিসেম্বর ২০২৪ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। প্রথমে ট্রেনিং।
বিজ্ঞপ্তি নম্বর
এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর : CC/11/2024.
বিভাগ অনুসারে শূন্যপদের বিবরণ
পোস্ট আইডি ৩৮৮, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, ১৪টি (সাধারণ ৮, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ১, ও বি সি ৩, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত থাকবে।
শিক্ষাগত যোগ্যতা
মোট অন্তত ৬০ শতাংশ (তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০ শতাংশ) নম্বর-সহ এনভায়রনমেন্টাল সায়েন্স বা ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট বা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা সমতুল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। সেই সঙ্গে ইউজিসি নেট-ডিসেম্বর ২০২৪ পরীক্ষায় ‘পেপার কোড ৮৯’-এ উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
বিভাগ অনুসারে শূন্যপদ
পোস্ট আইডি ৩৮৯, সোশ্যাল ম্যানেজমেন্ট ১৫টি (সাধারণ ৭, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ১, ও বি সি ৪, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত থাকবে।
শিক্ষাগত যোগ্যতা
মোট অন্তত ৬০ শতাংশ (তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০ শতাংশ) নম্বর-সহ সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর ডিগ্রি। সেই সঙ্গে ইউজিসি নেট-ডিসেম্বর ২০২৪ পরীক্ষায় ‘পেপার কোড ১০’-এ উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
শূন্যপদের বিবরণ
পোস্ট আইডি ৩৯১, এইচ আর ৩৫টি (সাধারণ ১৫, তফসিলি জাতি ৫, তফসিলি উপজাতি ৩, ও বি সি ৯, আর্থিক ভাবে অনগ্রসর ৩)। এর মধ্যে ২টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে।
শিক্ষাগত যোগ্যতা
মোট অন্তত ৬০ শতাংশ (তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০ শতাংশ) নম্বর-সহ হিউম্যান রিসোর্স বা পার্সোনেল ম্যানেজমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বা সোশ্যাল ওয়ার্ক (পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসে স্পেশ্যালাইজেশন- সহ) বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড লেবার রিলেশনস বা লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা বা এমবিএ। সেই সঙ্গে ইউজিসি নেট-ডিসেম্বর ২০২৪ পরীক্ষায় ‘পেপার কোড ৫৫’-এ উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
শূন্যপদ
পোস্ট আইডি ৩৯৪, পাবলিক রিলেশনস ৭টি (সাধারণ ৪, তফসিলি জাতি ১, ও বি সি ২)।
শিক্ষাগত যোগ্যতা
মোট অন্তত ৬০ শতাংশ (তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০ শতাংশ) নম্বর-সহ মাস কমিউনিকেশন বা পাবলিক রিলেশনস বা জার্নালিজমে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা। সেই সঙ্গে ইউজিসি নেট-ডিসেম্বর ২০২৪ পরীক্ষায় ‘পেপার কোড ৬৩’-এ উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
বয়স
২৪-১২-২০২৪ তারিখে ২৮ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫, ও বি সি-রা ৩ ও দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
বেতনক্রম
৫০,০০০-১,৬০,০০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।
প্রার্থী বাছাই
প্রাথমিক ভাবে ইউজিসি নেট-ডিসেম্বর ২০২৪ পরীক্ষায় নির্দিষ্ট পত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। নির্বাচিত প্রার্থীদের গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
দরখাস্ত বা আবেদন
যাঁরা ইউজিসি নেট-ডিসেম্বর ২০২৪ পরীক্ষার জন্য অনলাইন আবেদন করেছেন, তাঁরাই আবেদন করবেন। নেট পরীক্ষার রোল নম্বরের সাহায্যে অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.powergrid.in । প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো, সই ও প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
বিশেষ নির্দেশ
খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।