বিলাসপুর এইমসে ১২৩ সিনিয়র রেসিডেন্ট

বিলাসপুর এইমসে ১২৩ সিনিয়র রেসিডেন্ট

বিভিন্ন শাখায় ১২৩ জন সিনিয়র রেসিডেন্ট নেবে হিমাচল প্রদেশের বিলাসপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)। এটি কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা। প্রাথমিক ভাবে ৬ মাসের চুক্তিতে নিয়োগ করা হবে। কর্তৃপক্ষ মনে করলে পরে চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে পারে।

বিজ্ঞপ্তি নম্বর

এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর : AIIMS-BLS(B)(2)(04)24-6904.

নিয়োগ করা হবে এই সব বিভাগে

অ্যানেস্থিশিয়া, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি, কার্ডিওলজি, কার্ডিয়োথোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি, ক্লিনিক্যাল ইমিউনোলজি, কমিউনিটি অ্যান্ড ফ্যামিলি মেডিসিন, ডার্মাটোলজি, এন্ডোক্রিনোলজি, ফরেন্সিক মেডিসিন, জেনারেল মেডিসিন, মেডিক্যাল অঙ্কোলজি, জেনারেল সার্জারি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মেডিক্যাল গ্যাসট্রোয়েন্টেরোলজি, মেডিক্যাল অঙ্কোলজি, মাইক্রোবায়োলজি, নেওন্যাটোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, নিউরো সার্জারি, নিউক্লিয়ার মেডিসিন, অবস্টেট্রিক্স বা গাইনিকোলজি, অপথ্যালমোলজি, অর্থোপেডিক্স, প্যাথোলজি, পেডিয়াট্রিক্স, পেডিয়াট্রিক্স সার্জারি, ফিজিওলজি, সাইকিয়াট্রি, পালমোনারি মেডিসিন, রেডিয়োডায়াগনসিস, অটোল্যারিঙ্গোলজি, সার্জিক্যাল অঙ্কোলজি, ফার্মাকোলজি, সার্জিক্যাল গ্যাসট্রোয়েন্টেরোলজি, ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক, ট্রমা অ্যান্ড এমার্জেন্সি এবং ইউরোলজি।

ক্যাটেগরি অনুসারে শূন্যপদের বিন্যাস

সাধারণ ৪৮, তফসিলি জাতি ১৬, তফসিলি উপজাতি ১২, ও বি সি ৩৭, আর্থিক ভাবে অনগ্রসর ১০। নিয়মানুসারে দৈহিক প্রতিবন্ধীদের জন্য শূন্যপদ সংরক্ষিত থাকবে।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি (এম এস বা এম ডি বা ডি এন বি)। সেই সঙ্গে সেন্ট্রাল বা স্টেট মেডিক্যাল কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে।

বয়স

১৪-১২-২০২৪ তারিখে ৪৫ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫, ও বি সি-রা ৩ এবং দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন।

বেতন

৬৭,৭০০ টাকা। সঙ্গে নন-প্র্যাক্টিসিং অ্যালাওয়েন্স।

প্রার্থী বাছাই

প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ ১৭ ডিসেম্বর, বিলাসপুরে। রিপোর্টিংয়ের সময় সকাল সাড়ে ৮টা। নথিপত্র যাচাই করা হবে সকাল সাড়ে ৯টা থেকে। ইন্টারভিউ বেলা ১০টা থেকে। পরীক্ষাকেন্দ্রের ঠিকানা : Administrative Block, 3rd Floor, AIIMS-Bilaspur, Kothipura, Himachal Pradesh -174037.

দরখাস্ত বা আবেদন

অনলাইন দরখাস্ত করতে হবে এই গুগল লিঙ্কের মাধ্যমে : https://forms.gle/ 3xr2NfGLZHUQ9qjf7 অনলাইন দরখাস্তের সময় প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ১৪ ডিসেম্বর।

প্রয়োজনীয় নথিপত্র

ইন্টারভিউয়ের দিন অনলাইনে সাবমিট করা আবেদনপত্রের প্রিন্ট আউট এবং প্রয়োজনীয় যাবতীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত নকল সঙ্গে নিয়ে যাবেন। মূল নথিপত্রগুলিও সঙ্গে রাখবেন।

আবেদন ফি

ফি বাবদ দিতে হবে ১,১৮০ টাকা (তফসিলিদের ক্ষেত্রে ৫৯০ টাকা)। দৈহিক প্রতিবন্ধীদের কোনও ফি দিতে লাগবে না। এন ই এফ টি পদ্ধতিতে ফি জমা দিতে হবে এই অ্যাকাউন্ট নম্বরে : 42734198120 (Name of Bank : State Bank of India, Bilaspur, Name of Account : Recruitment Fund, All India Institute of Medical Sciences, Bilaspur, IFSC Code SBIN0063972).

বিশেষ নির্দেশ

শিক্ষাগত যোগ্যতা-সহ বিশদ তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট : https:// aiimsbilaspur.edu.in