কোচিন শিপইয়ার্ডে এক্সিউটিভ ট্রেনি

ভারতের কোচিন শিপইয়ার্ডে এক্সিউটিভ ট্রেনি

বিভিন্ন বিভাগে ৪৪ জন এক্সিকিউটিভ ট্রেনি নেবে কোচিন শিপইয়ার্ড। এটি কেন্দ্রের বন্দর, জাহাজ পরিবহণ ও জলপথ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রথমে ১ বছরের ট্রেনিং।

বিজ্ঞপ্তি নম্বর

এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর CSL/P&A/RECTT/PERMANENT/ EXECUTIVE TRAINEE/2024/6.

বিভাগ অনুসারে শূন্যপদের বিন্যাস

মেকানিক্যাল – ২০টি (সাধারণ ৮, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ১, ও বি সি ৬, আর্থিক ভাবে অনগ্রসর ২)। ইলেক্ট্রিক্যাল – ৪টি (সাধারণ ২, তফসিলি জাতি ১, ও বি সি ১)। ইলেক্ট্রনিক্স – ২টি (সাধারণ ১, তফসিলি উপজাতি ১)। ন্যাভাল আর্কিটেকচার – ৬টি (সাধারণ ৩, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ১)। সিভিল – ৩টি (সাধারণ ২, তফসিলি উপজাতি ১)।

শিক্ষাগত যোগ্যতা

মোট অন্তত ৬৫ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি।

ইনফর্মেশন টেকনোলজি

২টি (সাধারণ ১, ও বি সি ১)।

শিক্ষাগত যোগ্যতা

মোট অন্তত ৬৫ শতাংশ নম্বর-সহ কম্পিউটার সায়েন্স বা ইনফর্মেশন টেকনোলজিতে স্নাতক। অথবা মোট অন্তত ৬৫ শতাংশ নম্বর-সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনস বা কম্পিউটার সায়েন্স বা ইনফর্মেশন টেকনোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ডিবিএমএস বা নেটওয়ার্কিং বা ইআরপি সিস্টেম বিষয়ে সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার।

হিউম্যান রিসোর্স

৪টি (সাধারণ ২, তফসিলি উপজাতি ১, ও বিসি ১)।

শিক্ষাগত যোগ্যতা

হিউম্যান রিসোর্সে স্পেশ্যালাইজেশন-সহ এম বি এ বা সমতুল ডিগ্রি বা ডিপ্লোমা। অথবা পার্সোনেল ম্যানেজমেন্ট বা লেবার ওয়েলফেয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসে স্পেশ্যালাইজেশন-সহ সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর ডিগ্রি। অথবা পার্সোনেল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি। সব ক্ষেত্রেই প্রার্থীর মোট অন্তত ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে।

ফিনান্স

৩ টি (সাধারণ ২, ও বি সি ১)।

শিক্ষাগত যোগ্যতা

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া বা ইনস্টিটিউট অব কস্ট অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া-র ফাইনাল পরীক্ষায় পাশ করে থাকতে হবে।

সংরক্ষিত পদ

দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শূন্যপদ নিয়মানুসারে সংরক্ষিত থাকবে।

বয়স

৬-১-২০২৫ তারিখে ২৭ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫, ও বি সি-রা ৩ ও দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন।

স্টাইপেন্ড ও বেতনক্রম

ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড বাবদ পাওয়া যাবে নির্দিষ্ট মাসিক ৫০,০০০ টাকা। সফল ট্রেনিং শেষে বেতনক্রম ৪০,০০০-১,৪০,০০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ- সুবিধা।

পরীক্ষা পদ্ধতি

প্রার্থী বাছাই করা হবে অবজেক্টিভ টাইপ অনলাইন টেস্ট এবং গ্রুপ ডিসকাশন, রাইটিং স্কিল টেস্ট ও পার্সোন্যাল ইন্টারভিউয়ের মাধ্যমে। অবজেক্টিভ টাইপ অনলাইন টেস্টে প্রশ্ন হবে এই সব বিষয়ে – জেনারেল অ্যাওয়‍্যারনেস (৫ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৫ নম্বর), নিউমেরিক্যাল এবিলিটি (৫ নম্বর), রিজনিং এবিলিটি (৫ নম্বর) ও সংশ্লিষ্ট বিষয় (৪০ নম্বর)। নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষাকেন্দ্র কেরলের বিভিন্ন শহরে।

দরখাস্ত বা আবেদন

অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.cochinshipyard.in প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে ৬ জানুয়ারি পর্যন্ত। অনলাইন ফর্ম যথাযথ ভাবে পূরণ করে সাবমিটের পর পূরণ করা দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে।

আবেদন ফি

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১,০০০ টাকা। অনলাইনে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ওয়ালেট বা ইউ পি আইয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের কোনও ফি দিতে লাগবে না।

বিশেষ নির্দেশ

খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট