ভারতের বিমা সংস্থায় ৫০০ অ্যাসিস্ট্যান্ট
অ্যাসিস্ট্যান্ট পদে ৫০০ জনকে নেবে নিউ ইন্ডিয়া অ্যাশিওরেন্স। নিয়োগ করা হবে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। প্রার্থী যে-রাজ্যের শূন্যপদে দরখাস্ত করবেন, তাঁকে অবশ্যই সেখানকার স্থানীয় ভাষা জানতে হবে। পশ্চিমবঙ্গ-এ একাধিক পরীক্ষাকেন্দ্র আছে।
শিক্ষাগত যোগ্যতা
যে-কোনও শাখায় স্নাতক। সেই সঙ্গে যে-রাজ্যের শূন্যপদে দরখাস্ত করবেন, সে রাজ্যের স্থানীয় ভাষা পড়তে, লিখতে ও বলতে জানা চাই।
বয়স
১-১২-২০২৪ তারিখে ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তফসিলি-রা ৫, ও বি সি-রা ৩, দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
শুরুতে বেতন
আনুমানিক ৪০,০০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।
পরীক্ষা
প্রার্থী বাছাই করা হবে দু’পর্যায়ের লিখিত পরীক্ষা (প্রিলিমিনারি ও মেন) ও রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে।
দরখাস্ত বা আবেদন
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে, www.newindia.co.in যে-কোনও একটি রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করা যাবে। প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। মনে রাখবেন, অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো, সই, বাঁ-হাতের বুড়ো আঙুলের ছাপ এবং হাতে লেখা ডিক্লারেশন স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের তারিখ
এই নিয়োগের জন্য অনলাইন দরখাস্ত করা যাবে ১৭ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত।
বিশেষ নির্দেশ
রাজ্য অনুসারে শূন্যপদের বিন্যাস, প্রার্থী বাছাইয়ের বিশদ পদ্ধতি সহ খুঁটিনাটি তথ্যের জন্য ১৭ ডিসেম্বর থেকে দেখুন উপরোক্ত ওয়েবসাইট