জেলা পশ্চিম বর্ধমানে যোগা ইনস্ট্রাক্টর
যোগা ইনস্ট্রাক্টর পদে ২৪ জনকে নিয়োগ করবে পশ্চিম বর্ধমান-এর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। আয়ুষ বিভাগে নিয়োগ করা হবে চুক্তিতে। পুরুষ-মহিলা উভয়ই আবেদনের যোগ্য। প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ-এর স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষা জানতে হবে।
শূন্যপদের বিন্যাস
পুরুষ ১২টি (সাধারণ ৩, তফসিলি জাতি ৪, তফসিলি উপজাতি ১, ও বি সি-এ ২, ও বি সি-বি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)। মহিলা ১২টি (সাধারণ ৪, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ১, ও বি সি-এ ২, ও বি’ সি-বি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)।
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক। সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব যোগা অ্যান্ড নেচারোপ্যাথি কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে যোগায় সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাশ। পশ্চিমবঙ্গের যোগা ও নেচারোপ্যাথি কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষা জানতে হবে।
বয়স
১-১-২০২৪ তারিখে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীরা নিয়মানুসারে ছাড় পাবেন।
বেতন
প্রতি সেশনের জন্য ২৫০ টাকা। পুরুষদের প্রতি মাসে ৩২টি (নির্দিষ্ট মাসিক ৮,০০০ টাকা), মহিলাদের প্রতি মাসে ২০টি (নির্দিষ্ট মাসিক ৫,০০০ টাকা) সেশন পরিচালনা করতে হবে।
নিয়োগ পদ্ধতি
প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার নম্বর, ডেমনস্ট্রেশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
দরখাস্ত বা আবেদন
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://hr.wbhealth.gov.in । প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।
দরখাস্ত বা আবেদন ফি
ফি বাবদ দিতে হবে ১০০ টাকা (তফসিলি এবং ও বি সিদের ক্ষেত্রে ৫০ টাকা)। অনলাইনে ইউ পি আইয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৩ ডিসেম্বর।
বিশেষ নির্দেশ
খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট www.wbhealth.gov.in ।