রামকৃষ্ণ মিশনে তিনটি কোর্স

পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ মিশনে তিনটি কোর্স

তিনটি স্বল্পমেয়াদি কোর্সে ভর্তি নিচ্ছে রামকৃষ্ণ মিশন-এর বেলুড় মঠ-এর জনশিক্ষা মন্দির।

কোর্সগুলি হল

মোবাইল ফোন রিপেয়ারিং অ্যান্ড মেইন্টেন্যান্স, টু অ্যান্ড থ্রি হুইলার (মেকানিক-টেকনিশিয়ান) এবং বেসিক ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রিক্যাল সরঞ্জাম মেরামতি ও রক্ষণাবেক্ষণ। প্রশিক্ষণ শেষে প্রথম দু’টি কোর্সের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (পূর্বতন ডব্লু বি এস সি ভিইটি) এবং তৃতীয় কোর্সটির ক্ষেত্রে সার্টিফিকেট ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এন এস ডি সি) প্রদান করা হবে।

মোবাইল রিপেয়ারিং অ্যান্ড মেইন্টেন্যান্স এবং টু অ্যান্ড থ্রি হুইলার

শিক্ষাগত যোগ্যতা

উভয় কোর্সের ক্ষেত্রেই ক্লাস এইট।

কোর্সের মেয়াদ

৬ মাস।

কোর্স ফি

৪,৫০০ টাকা।

ক্লাস

সপ্তাহে ৩ দিন ক্লাস – সোম, মঙ্গল ও বুধবার (সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত)।

ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল সরঞ্জাম মেরামতি ও রক্ষণাবেক্ষণ

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক।

কোর্সের মেয়াদ

এক বছর।

কোর্স ফি

৬,০০০ টাকা।

ক্লাস

সপ্তাহে ৩ দিন ক্লাস – বুধ, বৃহস্পতি ও শুক্রবার (সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত)।

ভর্তি প্রক্রিয়া

আগে এলে আগে সুযোগের ভিত্তিতে প্রার্থীদের ভর্তি নেওয়া হবে। ভর্তির আবেদনপত্র পাওয়া যাবে রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠের জনশিক্ষা মন্দিরের অফিসে।

ভর্তির সময়ে সঙ্গে লাগবে

২ কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো, আধার কার্ডের নকল, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিটের নকল, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের নকল এবং কোর্স অনুযায়ী ফি।

বিশেষ নির্দেশ

ভর্তির শেষ তারিখ জানানো হয় নি। দ্রুত আবেদন করুন। প্রয়োজনে ফোন করতে পারেন এই নম্বরে ০৩৩ ২৬৫৪-১১৪৫, ৭৪৭৮৪-৮৭৬৬৩।