ভারতীয় কোস্টগার্ডে ১৪০
অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে ১৪০ জনকে নেবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। শুধু ছেলেরা আবেদন করবেন। জেনারেল ডিউটি এবং টেকনিক্যাল (ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স) ব্রাঞ্চে নিয়োগ করা হবে গ্রুপ ‘এ’ ক্যাটেগরিতে। প্রশিক্ষণ দেওয়া হবে ২০২৬ ব্যাচে।
ব্রাঞ্চ ও এন্ট্রি অনুসারে শূন্যপদের বিন্যাস
জেনারেল ডিউটি
ক্যাটেগরি অনুসারে শূন্যপদ
সাধারণ ৪০, তফসিলি জাতি ১৩, তফসিলি উপজাতি ১৫, ও বি সি ৩৮, আর্থিক ভাবে অনগ্রসর ৪। মোট ১১০টি।
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক। উচ্চ মাধ্যমিকে ফিজিক্স ও ম্যাথমেটিক্স পড়ে থাকতে হবে।
টেকনিক্যাল
ক্যাটেগরি অনুসারে শূন্যপদ
সাধারণ ১৫, তফসিলি জাতি ৪, তফসিলি উপজাতি ২২, ও বি সি ৯। মোট ৩০টি।
শিক্ষাগত যোগ্যতা
নিম্নলিখিত যে-কোনও একটি বিষয়ে স্নাতক। নির্দিষ্ট বিষয়গুলি হল ন্যাভাল আর্কিটেকচার, মেকানিক্যাল, মেরিন, অটোমোটিভ, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন, মেটালার্জি, ডিজাইন, অ্যারোনটিক্যাল, অ্যারোস্পেস, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, পাওয়ার : ইলেক্ট্রনিক্স। ইনস্টিটিউট অব ∎ ইঞ্জিনিয়ার্স থেকে সংশ্লিষ্ট বিষয়ে সমতুল যোগ্যতা থাকলেও আবেদন করতে পারেন। সব ক্ষেত্রেই উচ্চ-মাধ্যমিকে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স পড়ে থাকতে হবে।
বয়স
১-৭-২০২৫ তারিখে ২১ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫ এবং ও বি সিরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন।
দৈহিক মাপজোক
উচ্চতা অন্তত ১৫৭ সেমি। তফসিলি উপজাতি ও পার্বত্য অঞ্চলের প্রার্থীরা নিয়মানুসারে উচ্চতায় ছাড় পাবেন। বুকের ছাতি অন্তত ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকা চাই। স্বাভাবিক শ্রবণক্ষমতা থাকতে হবে।
দৃষ্টিশক্তি
জেনারেল ডিউটি শাখার ক্ষেত্রে চশমা ছাড়া এক চোখে ৬/৬ ও অন্য চোখে ৬/৯, চশমা-সহ উভয় চোখে ৬/৬। টেকনিক্যাল শাখার ক্ষেত্রে উভয় চোখে ৬/৩৬, চশমা-সহ উভয় চোখে ৬/৬।
বেতন
প্রতি মাসে ৫৬,১০০ টাকা।
প্রার্থী বাছাই
এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থী বাছাই করা হবে তিন পর্যায়ের পরীক্ষার মাধ্যমে। প্রথমে নেওয়া হবে কমন অ্যাডমিশন টেস্ট। কমন অ্যাডমিশন টেস্টে থাকবে ইংলিশ, রিজনিং ও নিউমেরিক্যাল এবিলিটি, জেনারেল সায়েন্স ও ম্যাথমেটিক্যাল অ্যাপ্টিটিউড, জেনারেল নলেজ। নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষা ২০২৫-এর ফেব্রুয়ারিতে। এই পরীক্ষায় উত্তীর্ণদের কম্পিউটারভিত্তিক কগনিটিভ ব্যাটারি টেস্ট, পিকচার পারসেপশন টেস্ট অ্যান্ড ডিসকাশন টেস্ট হবে। এই স্তরে উত্তীর্ণরা ডাক পাবেন সাইকোলজিক্যাল টেস্ট, গ্রুপ টাস্ক এবং ইন্টারভিউয়ের জন্য। সবশেষে হবে মেডিক্যাল এক্সামিনেশন।
পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র
আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ-এর পরীক্ষাকেন্দ্র কলকাতা।
আবেদন বা দরখাস্ত
মনে রাখবেন, প্রার্থী যে-কোনও একটি ব্রাঞ্চের শূন্যপদেই আবেদন করবেন। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে indiancoastguard.cdac.in www.join । দরখাস্ত করা যাবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীর চালু ই-মেল আই ডি ও মোবাইল নম্বর থাকতে হবে। দরখাস্তের সময় প্রার্থীর সম্প্রতি তোলা ফটো, সই, ডান ও বাঁ-হাতের বুড়ো আঙুলের ছাপ (প্রতিটি ১০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে), জন্ম শংসাপত্র, সচিত্র পরিচয়পত্র ও প্রযোজ্য ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট (৫০ থেকে ১৫০ কেবি সাইজের মধ্যে) আপলোড করতে হবে। এছাড়াও দরখাস্তের সময় প্রার্থীকে সরাসরি ফটো তুলতে হবে।
আবেদন ফি
এক্সামিনেশন ফি বাবদ অনলাইনে দিতে হবে ৩০০ টাকা। তফসিলিদের কোনও ফি লাগবে না।
বিশেষ নির্দেশ
আবেদনের পদ্ধতি-সহ অন্যান্য তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।