দক্ষিণ-পূর্ব রেলে ১৭৭৩ ট্রেড অ্যাপ্রেন্টিস

Table of Contents

ভারতের দক্ষিণ-পূর্ব রেলে ১৭৭৩ ট্রেড অ্যাপ্রেন্টিস

১,৭৭৩ জন তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে সাউথ ইস্টার্ন রেলওয়ে। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ অনুসারে ফিটার, টার্নার, ইলেক্ট্রিশিয়ান-সহ আই টি আইয়ের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে খড়গপুর, সাঁতরাগাছি, চক্রধরপুর-সহ বিভিন্ন ওয়ার্কশপ ও ডিভিশনে। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি নম্বর

এই প্রশিক্ষণের বিজ্ঞপ্তি নম্বর SER/P-HQ/RRC/PERS/ACT APPRENTICES/2024-25.

ডিভিশন ও ওয়ার্কশপ অনুসারে আসনসংখ্যার বিবরণ

খড়গপুর ওয়ার্কশপ

ফিটার ১০০টি, টার্নার ২২টি, ইলেক্ট্রিশিয়ান ৮০টি, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ৭০টি, মেকানিক ডিজেল ৩৩টি, মেশিনিস্ট ২৭টি, পেইন্টার জেনারেল ১৮টি, রেফ্রিজারেটর অ্যান্ড এ সি মেকানিক ১০টি।

সিগনাল অ্যান্ড টেলিকম (ওয়ার্কশপ)/খড়গপুর

ইলেক্ট্রিশিয়ান ৪৭টি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড মেকানিক ৩৬টি, পেইন্টার জেনারেল ২টি, কেবল জয়েন্টার/ক্রেন অপারেটর ২টি।

ট্র্যাক মেশিন ওয়ার্কশপ/খড়গপুর

ফিটার ৫৪টি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড মেকানিক ৩০টি, মেকানিক ডিজেল ২৫টি, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ১১টি।

এস এস ই (ওয়ার্কস)/ইঞ্জিনিয়ারিং/খড়গপুর

কার্পেন্টার ১৪টি, পেইন্টার ১৪টি।

ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো/খড়গপুর

ফিটার ৭০টি, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ৪০টি, কার্পেন্টার ৭টি, পেইন্টার ২টি, টার্নার ১টি, মেশিনিস্ট ১টি।

ডিজেল লোকোশেড/খড়গপুর

ফিটার ৫টি, ইলেক্ট্রিশিয়ান ১৫টি, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ৪টি, মেকানিক ডিজেল ২৩টি, পেইন্টার জেনারেল ১টি, কেবল জয়েন্টার/ক্রেন অপারেটর ১টি, কার্পেন্টার ১টি।

সিনিয়র ডিভিশনাল ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার (জেনারেল)/খড়গপুর

ইলেক্ট্রিশিয়ান ৩০টি, মেকানিক ডিজেল ৪টি, ওয়্যারম্যান ১৫টি, ওয়াইন্ডার (আর্মেচার) ১২টি, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক ১৪টি, লাইনম্যান ১৫টি।

টি আর ডি ডিপো/ইলেক্ট্রিক্যাল/খড়গপুর

ইলেক্ট্রিশিয়ান ২০টি, ফিটার ২০টি।

ই এম ইউ শেড/ইলেক্ট্রিক্যাল/টি পি কে আর

ফিটার ১০টি, ইলেক্ট্রিশিয়ান ১০টি, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ১০টি, মেশিনিস্ট ১০টি।

ইলেক্ট্রিক লোকো শেড/সাঁতরাগাছি

ফিটার ১০টি, ইলেক্ট্রিশিয়ান ১০টি, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ৮টি, মেশিনিস্ট ৮টি।

সিনিয়র ডিভিশনাল ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার (জেনারেল)/চক্রধরপুর

ইলেক্ট্রিশিয়ান ৩৪টি, মেকানিক ডিজেল ৪টি, ওয়্যারম্যান ২০টি, ওয়াইন্ডার (আর্মেচার) ১০টি, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক ১৫টি, লাইনম্যান ১০টি।

ইলেক্ট্রিক ট্র্যাকশন ডিপো/চক্রধরপুর

ইলেক্ট্রিশিয়ান ২০টি, ফিটার ১০টি।

ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো/চক্রধরপুর

ফিটার ৪০টি, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ২০টি, কার্পেন্টার ১টি, মেশিনিস্ট ১টি, পেইন্টার ১টি, টার্নার ১টি, ট্রিমার ১টি।

ইলেক্ট্রিক লোকো শেড/টাটা

ফিটার ২৫টি, ইলেক্ট্রিশিয়ান ২২টি, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ১৫টি, মেশিনিস্ট ১০টি।

ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ/এস আই এন আই

ফিটার ৩০টি, টার্নার ৫টি, ইলেক্ট্রিশিয়ান ২০টি, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ৩০টি, মেশিনিস্ট ৫টি, ৫টি, মেক মেকানিক মেশিন টুল মেইন্টেন্যান্স ৫টি, ফর্জার অ্যান্ড হিট ট্রিটার ৫টি।

ট্র্যাক মেশিন ওয়ার্কশপ/এস আই এন আই

ফিটার ৫টি, ইলেক্ট্রিশিয়ান ২টি।

এস এস ই (ওয়ার্কস)/ইঞ্জিনিয়ারিং/চক্রধরপুর

কার্পেন্টার ১৩টি, পেইন্টার ১৩টি।

ইলেক্ট্রিক লোকো শেড/বন্দামুন্ডা

ফিটার ১৫টি, ইলেক্ট্রিশিয়ান ১৫টি, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ১০টি, মেশিনিস্ট ১০টি।

ডিজেল লোকো শেড/বন্দামুন্ডা

ফিটার ৩২টি, ইলেক্ট্রিশিয়ান ১৬টি, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ১টি, মেকানিক ডিজেল ১টি, পেইন্টার জেনারেল ১টি, কার্পেন্টার ১টি।

সিনিয়র ডিভিশনাল ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার (জেনারেল)/আদ্রা

ইলেক্ট্রিশিয়ান ১২টি, মেকানিক ডিজেল ২টি, ওয়‍্যারম্যান ৪টি, ওয়াইন্ডার (আর্মেচার) ৪টি, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক ৫টি, লাইনম্যান ৩টি।

ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো/আদ্রা

ফিটার ৪০টি, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ২০টি, পেইন্টার ২টি, কার্পেন্টার ২টি, মেশিনিস্ট ১টি।

ডিজেল লোকো শেড/বি কে এস সি

ফিটার ৫টি, ইলেক্ট্রিশিয়ান ৬টি, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ১০টি, মেকানিক ডিজেল ১২টি।

টি আর ডি ডিপো/ইলেক্ট্রিক্যাল/আদ্রা

ইলেক্ট্রিশিয়ান ২০টি, ফিটার ১০টি।

ইলেক্ট্রিক লোকো শেড/বি কে এস সি

ফিটার ১০টি, ইলেক্ট্রিশিয়ান ৯টি, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ৮টি, মেশিনিস্ট ৪টি।

ইলেক্ট্রিক লোকো শেড/আর ও ইউ

ফিটার ৫টি, টার্নার ৬টি, ইলেক্ট্রিশিয়ান ২টি, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ৫টি, মেকানিক মেশিন টুল মেইন্টেন্যান্স ৫টি, পেইন্টার (জেনারেল) ২টি।

এস এস ই ওয়ার্কস/ইঞ্জিনিয়ারিং/আদ্রা

কার্পেন্টার ১২টি, পেইন্টার ১২টি।

ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো/রাঁচি

ফিটার ২০টি, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ১০টি।

সিনিয়র ডিভিশনাল ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার (জেনারেল)/রাঁচি

ইলেক্ট্রিশিয়ান ১০টি, মেকানিক ডিজেল ১টি, ওয়‍্যারম্যান ৬টি, ওয়াইন্ডার (আর্মেচার) ৬টি, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক ৫টি, লাইনম্যান ২টি।

টি আর ডি ডিপো/ইলেক্ট্রিক্যাল/রাঁচি

ইলেক্ট্রিশিয়ান ৫টি, ফিটার ৫টি।

এস এস ই (ওয়ার্কস)/ইঞ্জিনিয়ারিং/রাঁচি

কার্পেন্টার ৫টি, পেইন্টার ৫টি।

সংরক্ষিত আসন

নিয়মানুসারে তফসিলি, ও বি সি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের জন্য আসন সংরক্ষিত থাকবে।

শিক্ষাগত যোগ্যতা

মোট অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই কোর্স পাশ।

বয়স

১-১-২০২৫ তারিখে ১৫ থেকে ২৪ বছরের – মধ্যে। তফসিলিরা ৫, ও বি সিরা ৩, দৈহিক প্রতিবন্ধীরা ১০ – বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ

মনে রাখবেন, প্রার্থী যে-কোনও একটি ডিভিশন বা ওয়ার্কশপে ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারবেন।প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে।

দরখাস্ত

অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: https://iroams.com/RRCSER24/ প্রার্থীর চালু ই- মেল আই ডি থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। আবেদনের সময় প্রার্থীর জে পি জি বা জেপেগ ফর্ম্যাটে স্ক্যান করা রঙিন ফটো এবং সই আপলোড করতে হবে। ফটো ৩ মাসের বেশি পুরনো হলে চলবে না। অনলাইন আবেদনের সময় একটি রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাওয়া যাবে। এগুলি লিখে রাখবেন।

আবেদন ফি

ফি বাবদ অনলাইনে দিতে হবে ১০০ টাকা। ফি জমা দেওয়া যাবে ডেবিট বা ক্রেডিট কার্ড বা ই-ওয়ালেট বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। ফি জমা দিয়ে পাওয়া ই-রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। মহিলা, তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের কোনও ফি লাগবে না। অনলাইনে আবেদনপত্র যথাযথ ভাবে সাবমিটের পর পূরণ করা আবেদনপত্রের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রেখে দেবেন। পরে কাজে লাগবে।

বিশেষ নির্দেশ

খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট www.rrcser.co.in ।