ডি এক্স সি প্রোগ্রেসিং মাইন্ডস স্কলারশিপ ২০২৪-২৫

DXC Processing Minds Scholarship 2024-25. The DXC Processing Minds Scholarship for the 2024-25 academic year is now open for applications. This scholarship aims to support students pursuing higher education in fields related to processing and technology. Applicants must demonstrate a strong passion for innovation and exhibit outstanding academic achievements. The scholarship will provide financial assistance to selected students to help them pursue their educational goals. Don’t miss out on this opportunity to secure funding for your studies. Apply now and take a step towards a brighter future.

ডি এক্স সি প্রোগ্রেসিং মাইন্ডস স্কলারশিপ ২০২৪-২৫

সায়েন্স টেকনোলজি ম্যাথমেটিক্স ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক কোর্সে পাঠরত মহিলা ও রূপান্তরকামী শিক্ষার্থী এবং খেলাধুলায় দক্ষ আর্থিক ভাবে অনগ্রসর ছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে ডি এক্স সি টেকনোলজি।

ডি এক্স সি প্রোগ্রেসিং মাইন্ডস স্কলারশিপ (২০২৪-২৫) আবেদনের ক্ষেত্রে যোগ্যতা

স্নাতক কোর্সে পাঠরতদের ক্ষেত্রে শেষ দেওয়া পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। দক্ষ খেলোয়াড়দের ক্ষেত্রে শেষ ২ বা ৩ বছরে অনুষ্ঠিত হওয়া রাজ্য বা জাতীয় বা আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্য বা দেশের হয়ে প্রতিনিধিত্ব করে থাকতে হবে। বার্ষিক পারিবারিক আয় হতে হবে স্নাতক কোর্সে পাঠরতদের ক্ষেত্রে ৪ লাখ টাকা এবং দক্ষ খেলোয়াড়দের ক্ষেত্রে ৫ লাখ টাকার মধ্যে।

ডি এক্স সি প্রোগ্রেসিং মাইন্ডস স্কলারশিপ (২০২৪-২৫) আবেদনের বয়সসীমা

আবেদনকারী প্রার্থীর বয়স ১৩ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

ডি এক্স সি প্রোগ্রেসিং মাইন্ডস স্কলারশিপ (২০২৪-২৫) এ টাকার পরিমাণ

স্নাতক কোর্সে পাঠরতদের ক্ষেত্রে ৫০,০০০ টাকা এবং দক্ষ খেলোয়াড়দের জন্য ১ লাখ ২৫ হাজার টাকা।

ডি এক্স সি প্রোগ্রেসিং মাইন্ডস স্কলারশিপ (২০২৪-২৫) আবেদন পদ্ধতি

অনলাইন আবেদন করতে হবে www.b4s.in/karma/DXCS4 – এই ওয়েবসাইটের মাধ্যমে।

ডি এক্স সি প্রোগ্রেসিং মাইন্ডস স্কলারশিপ (২০২৪-২৫) আবেদনের শেষ তারিখ

দরখাস্তের শেষ তারিখ ৬ অক্টোবর।

✏আবেদনের সময় প্রায় শেষ তাই আজই আবেদন করুন।

আরোও পড়ুন