MCQ TEST: দশম শ্রেণী বাংলা

দশম শ্রেণী বাংলা MCQ TEST

দশম শ্রেণী বাংলা সাহিত্য সঞ্চয় বাংলা ক্লাস – টেন

Category: বাংলা (CLASS-X)

বাংলা (CLASS-X)

116

অদল বদল (X-BENGALI) দশম শ্রেণী বাংলা MCQ TEST

অদল বদল (X-BENGALI) দশম শ্রেণী বাংলা MCQ TEST

1 / 29

‘ হোলির দিনের পড়ন্ত বিকেল । – হোলি যে – ঋতুতে হয় , তা হল

2 / 29

‘ গড়ন্ত ‘ শব্দের অর্থ হল –

3 / 29

পান্নালাল প্যাটেল ছিলেন

4 / 29

নিম গাছের নীচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে যা খেলছিল , তা হল

5 / 29

‘ অদল বদল ‘ যে – দুই বন্ধুর গল্প , তাদের নাম হল

6 / 29

অমৃত ও ইসাবের কাছে নতুন যে – জিনিসটি ছিল , তা হল—

7 / 29

অমৃত ও ইসাবের জামা যে যে দিক থেকে একরকম ছিল

8 / 29

অমৃত ও ইসাব পড়ত –

9 / 29

অমৃতের বাড়িতে ছিলেন

10 / 29

দুজনের বাবা পেশায় ছিলেন

11 / 29

ইসাবের বাড়িতে ছিলেন

12 / 29

দুজনের একরকম পোশাক দেখে অমৃত ও ইসাবকে বলা হয়েছিল

13 / 29

_____ পাবার জন্য তুমি কী কাণ্ডটাই না করেছিলে । ‘

14 / 29

অমৃত তার বাবা – মা – কে জ্বালিয়েছিল –

15 / 29

নতুন জামা পাওয়াটা অমৃত ও ইসাবের পক্ষে কঠিন ছিল । কারণ

16 / 29

শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল , — ‘ ফতোয়া ‘ শব্দের অর্থ হল

17 / 29

তাহলে তোমার কপালে কী আছে মনে রেখো ।’— এখানে কপালে আছে বলতে বলা হয়েছে

18 / 29

ইসাবের জামা ছিঁড়ে গিয়েছিল , কারণ—

19 / 29

‘ ও মরিয়া হয়ে বলল , ‘ ‘ ও ‘ হল –

20 / 29

অমৃত যেখানে লুকিয়ে ছিল , সেই স্থানটি হল –

21 / 29

” এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন ।’— উনি বলতে বোঝানো হয়েছে

22 / 29

অমৃত একেবারেই গররাজি ছিল –

23 / 29

ছেলেছোকরার দঙ্গল অমৃতকে কুস্তির উদ্দেশ্যে নিয়ে গেল –

24 / 29

যে – ছেলেটি অমৃতকে কুস্তি লড়তে ডেকেছিল , তার নাম

25 / 29

ইসাবের মেজাজ চড়ে গেল ।’— কারণ

26 / 29

সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল ‘ – কারণ –

27 / 29

ইসাবের জামার যতটা কাপড় ছিঁড়ে গিয়েছিল—

28 / 29

‘ ওরা ভয়ে কাঠ হয়ে গেল । ওদের ভয় পাওয়ার কারণ

29 / 29

এমন সময়ে শুনতে পেল’ –

33

অভিষেক (X-BENGALI) দশম শ্রেণী বাংলা MCQ TEST

অভিষেক (X-BENGALI) দশম শ্রেণী বাংলা MCQ TEST

1 / 57

মধুসূদনের অভিষেক ’ নামাঙ্কিত পাঠ্য অংশটি কোন্ কাব্য থেকে নেওয়া ?

2 / 57

‘ মেঘনাদবধ কাব্য ‘ – টির প্রকাশকাল –

3 / 57

ন – টি সর্গে বিভক্ত ‘ অভিষেক ‘ শীর্ষক কাব্যাংশটি কোন্ সর্গ থেকে গৃহীত ?

4 / 57

নীচের কোন্ নাটকটি মদুসূদনের নয় –

5 / 57

মধুসূদন দত্ত রচিত প্রহসনটি হল –

6 / 57

মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হয়—

7 / 57

‘ কনক – আসন ত্যজি , বীরেন্দ্রকেশরী ‘ — বীরেন্দ্রকেশরী হলেন—

8 / 57

মধুসুদন যে – ছন্দের জনক , তা হল –

9 / 57

ধাত্রী প্রভাষার ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে এসেছিলেন—

10 / 57

অম্বুরাশি – সুতা , ভগবতী ইন্দিরা সুন্দরী হলেন আসলে –

11 / 57

অম্বুরাশি – সুতা যার মৃত্যুসংবাদ দিলেন

12 / 57

সসৈন্যে সাজেন আজি ____ আপনি । ‘ ( শূন্যস্থান )

13 / 57

_____ সংহারিনু আমি রঘুবরে ; ( শূন্যস্থান )

14 / 57

‘ বৈরীদল ‘ শব্দের অর্থ—

15 / 57

‘ এ বারতা , এ অদ্ভুত বারতা ____ ( শূন্যস্থান )

16 / 57

‘ কোথায় পাইলে তুমি , শীঘ্ৰ কহ দাসে ।’— দাস হলেন –

17 / 57

‘ রক্ষ রক্ষঃকুলমান ‘ — রক্ষকুলের মান রক্ষা করবেন –

18 / 57

‘ রক্ষঃ – চূড়ামণি ‘ শব্দের অর্থ—

19 / 57

রোষে কুসুমদাম ছিড়ল –

20 / 57

রোষে কুসুমদাম ছিড়ল –

21 / 57

‘ পদ – তলে পড়ি শোভিল কুণ্ডল , –’কুণ্ডল ‘ শব্দের অর্থ—

22 / 57

____ বেড়ে স্বর্ণলঙ্কা । ‘ ( শূন্যস্থান )

23 / 57

‘ হেথা আমি বামাদল মাঝে ? ‘ — ‘ বামা ‘ শব্দের অর্থ –

24 / 57

দশাননাত্মজ ‘ হলেন –

25 / 57

ত্বরা করে আনতে বলা হয়েছে –

26 / 57

‘ ঘুচাব এ অপবাদ , বধি _____ ।

27 / 57

সাজিলা রথীন্দ্রষভ’- ‘ রথীন্দ্রবর্ষ ‘ শব্দের অর্থ –

28 / 57

‘ হৈমবতীসুত ‘ হলেন—

29 / 57

‘ বৃহন্নলারূপী কিরীটি , ‘ — ‘ কিরীটি ‘ হলেন –

30 / 57

বৃহন্নলারূপী কিরীটির গোধন উদ্ধারের সঙ্গী ছিলেন—

31 / 57

উদ্ধারিতে গোধন , সাজিলা শূর , _____ ” ( শূন্যস্থান )

32 / 57

‘ মেঘবর্ণ রথ ; চক্র _____ ।

33 / 57

‘ ধ্বজ ইন্দ্ৰচাপরূপী ; —– ইন্দ্ৰচাপরূপী ‘ বলতে বোঝায়

34 / 57

আশুগতি বেগে ছুটছে যেন –

35 / 57

রথে চড়ে বীর – চূড়ামণি বীরদর্পে , —’বীর – চূড়ামণি ‘ বলতে বলা হয়েছে –

36 / 57

‘ হেমলতা আলিদায়ে তরু – কুলেশ্বরে ‘ — ‘ হেমলতা ‘ হল –

37 / 57

কহিলা কাঁদিয়া ধনি ; ‘ — ‘ ধনি ‘ শব্দের অর্থ—

38 / 57

‘ কোথা প্রাণসখে , রাখি এ দাসীরে , ‘ —এখানে ‘ দাসী ‘ বলতে বোঝাচ্ছে –

39 / 57

‘ গহন কাননে ,_____ বাঁধিলে সাধে করি – পদ , ‘ ( শূন্যস্থান )

40 / 57

তবে কেন তুমি , গুণনিধি , ‘ —’গুণনিধি ‘ বলতে বোঝানো হয়েছে

41 / 57

‘ তাজ কি কিঙ্করীরে আজি ? ‘ — ‘ কিঙ্করী ‘ শব্দের অর্থ—

42 / 57

ইন্দ্ৰজিতে জিতি তুমি , সতী , —’সতী ‘ বলতে বলা হয়েছে –

43 / 57

‘ জ্বরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী’— এখানে ‘ কল্যাণী ‘ হলেন –

44 / 57

ইন্দ্রজিৎ সমরে , নাশ করতে চলেছে –

45 / 57

বিদায় এবে দেহ _____ । ( শূন্যস্থান )

46 / 57

‘ অম্বর উজলি ! ‘ — ‘ অম্বর ‘ শব্দের অর্থ হল –

47 / 57

শিখিনী আকর্ষি রোষে , ‘ — ‘ শিঞ্জিনী ‘ শব্দের অর্থ হল –

48 / 57

‘ ______ যথা নাদে মেঘ মাঝে ভৈরবে । ‘ ( শূন্যস্থান )

49 / 57

‘ উড়িছে কৌশিক – ধ্বজ ; ‘ – ‘ ধ্বজ ‘ শব্দের অর্থ –

50 / 57

‘ নাদিলা কর্পূরদল ‘ — ‘ কর্পূরদল ‘ বলতে বোঝানো হয়েছে –

51 / 57

‘ নাদিলা কর্পূরদল হেরি বীরবরে মহাগর্বে ।— ‘ বীরবর ‘ হলেন—

52 / 57

মরে নাকি পুনরায় বেঁচে উঠেছে –

53 / 57

মর্দানা ওঁর পায়ে লুটিয়ে পড়ে ।’— কার পায়ে ?

54 / 57

‘ নেমে সে নালিশ জানাল । এর কারণ –

55 / 57

‘ গুরু নানকের পায়ে প্রায় মূর্ছিত হয়ে পড়ল ।’— মূর্ছিত হয়ে পড়ার কারণ—

56 / 57

নানক অনুচরসহ বসেছিলেন—

57 / 57

পাথরটা তোলায় তলা থেকে বেরিয়ে এসেছিল –

63

অসুখী একজন (কবিতা) (X-BENGALI) দশম শ্রেণী বাংলা MCQ TEST

অসুখী একজন (কবিতা) (X-BENGALI) দশম শ্রেণী বাংলা MCQ TEST

1 / 38

‘ অসুখী একজন ‘ কবিতাটির কবি হলেন –

2 / 38

‘ অসুখী একজন ‘ কবিতাটির তরজমা করেন –

3 / 38

‘ অসুখী একজন ‘ কবিতাটি অনুবাদকের কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত ?

4 / 38

পাবলো নেরুদা নোবেল পুরস্কার পান—

5 / 38

পাবলো নেরুদা ছিলেন –

6 / 38

অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল –

7 / 38

পাবলো নেরুদার প্রকৃত নাম হল –

8 / 38

‘ সে জানত না ‘ –’সে ‘ হল –

9 / 38

‘ অসুখী একজন ‘ কবিতায় একটা কী চলে গেল বলতে কবি কোন্ জন্তুর উল্লেখ করেছেন ?

10 / 38

‘ সে জানত না’— সে কী জানত না ?

11 / 38

‘ অসুখী একজন ‘ কবিতায় কবি ক – টি সপ্তাহ কেটে যাওয়ার উল্লেখ করেছেন ?

12 / 38

‘ অসুখী একজন ’ কবিতায় কে হেঁটে চলে গেল ?

13 / 38

‘ অসুখী একজন ‘ কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কী জন্মানোর কথা বলেছেন ?

14 / 38

‘ অসুখী একজন ’ কবিতায় একটার – পর – একটা বছর কীভাবে নেমে এল বলে কবি মনে করেছেন ?

15 / 38

বৃষ্টি কী ধুয়ে দিয়েছিল ?

16 / 38

‘ তারপর যুদ্ধ এল’- ‘ যুদ্ধ এল ‘ – র অর্থ—

17 / 38

‘ তারপর যুদ্ধ এল –

18 / 38

‘রক্তের এক _____ মত ।’

19 / 38

‘ অসুখী একজন ‘ কবিতায় শিশু আর বাড়িরা –

20 / 38

‘ অসুখী একজন ‘ কবিতায় সব ধ্বংস হলেও অপেক্ষমান সেই মেয়েটির কী হল না ?

21 / 38

‘ অসুখী একজন ‘ কবিতায় কীসে সমস্ত সমতল ধ্বংস হল ?

22 / 38

‘ অসুখী একজন ‘ কবিতায় দেবতাদের চেহারা ছিল –

23 / 38

‘ অসুখী একজন ‘ কবিতায় শান্ত – হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবে ছিল ?

24 / 38

‘ অসুখী একজন ‘ কবিতায় শান্ত – হলুদ দেবতারা কীভাবে মন্দির থেকে উলটে পড়ল ?

25 / 38

তারা আর স্বপ্ন দেখতে পারল না । কারা স্বপ্ন দেখতে পারল না ?

26 / 38

‘ অসুখী একজন ‘ কবিতায় কে মিষ্টি বাড়ির বারান্দার ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল ?

27 / 38

‘ অসুখী একজন ‘ কবি বারান্দার যে – বিছানাটিতে কবিতায় ঘুমিয়েছিলেন , সেটি ছিল –

28 / 38

‘ অসুখী একজন ‘ কবিতায় কবির ঝুলন্ত বিছানার ধারের গাছটি ছিল –

29 / 38

‘ অসুখী একজন ‘ কবিতায় ছড়ানো করতলের মতো পাতা ছিল—

30 / 38

‘ অসুখী একজন ‘ কবিতায় কবির সেই মিষ্টি বাড়ির জলতরঙ্গটি কোন্ সময়ের ?

31 / 38

‘ সব _____ হয়ে গেল , জ্বলে গেল আগুনে । ‘

32 / 38

‘ অসুখী একজন ’ কবিতায় যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল –

33 / 38

‘ দোমড়ানো লোহা , মৃত মূর্তির বীভৎস / মাথা

34 / 38

‘ অসুখী একজন ‘ কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্তের দাগের রং হয়েছিল—

35 / 38

‘ অসুখী একজন ‘ কবিতায় সেই মেয়েটি যার জন্য অপেক্ষারত , সে হল –

36 / 38

‘ অসুখী একজন ‘ কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্তের দাগের রং হয়েছিল—

37 / 38

‘ অসুখী একজন ‘ কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্তের দাগের রং হয়েছিল—

38 / 38

‘ দোমড়ানো লোহা , মৃত মূর্তির বীভৎস / মাথা

Leave a Comment