ভারতীয় আর্মি নেভি এয়ারফোর্সে ৪৫৭ অফিসার
ট্রেনিং দিয়ে আর্মি, নেভি ও এয়ারফোর্সে অফিসার রেংকে ৪৫৭ জন তরুণ-তরুণীকে নেওয়া হবে। গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। প্রথমে ট্রেনিং। সফল হলে চাকরি। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ‘কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সামিনেশন (১), ২০২৫’-এর মাধ্যমে। পরীক্ষা ১৩ এপ্রিল। পশ্চিমবঙ্গ-এর পরীক্ষাকেন্দ্র কলকাতা ও শিলিগুড়ি।
বিজ্ঞপ্তি নম্বর
এই পরীক্ষার বিজ্ঞপ্তি নম্বর 4/2015 CDS-I. তারিখ ১১-১২- ২০২৪।
শূন্যপদ
দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে ১৬০তম (ডি ই) কোর্সের জন্য ১০০টি। এর মধ্যে এন সি সি ‘সি’ সার্টিফিকেটধারীদের (আর্মি উইং) জন্য ১৩টি শূন্যপদ সংরক্ষিত থাকবে। এঝিমালার ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমিতে এক্সিকিউটিভ (জেনারেল সার্ভিস)/হাইড্রো কোর্সের জন্য ৩২টি। এর মধ্যে ৬টি শূন্যপদ এন সি সি ‘সি’ সার্টিফিকেটধারীদের (ন্যাভাল উইং) জন্য সংরক্ষিত থাকবে। হায়দরাবাদের এয়ারফোর্স অ্যাকাডেমিতে প্রি-ফ্লাইং ট্রেনিং কোর্সের জন্য ৩২টি। এর মধ্যে ৩টি শূন্যপদ এন সি সি ‘সি’ সার্টিফিকেটধারীদের (এয়ার উইং) জন্য সংরক্ষিত থাকবে। চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে ছেলেদের ১২৩ তম এস এস সি কোর্সের (এন টি) জন্য ২৭৫টি। চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে মহিলাদের ৩৭ তম এস এস সি (নন-টেকনিক্যাল) কোর্সের জন্য ১৮টি।
পরীক্ষায় সফল হলে প্রাথমিক ট্রেনিং হবে এই সব প্রতিষ্ঠানে
(১) ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, দেরাদুন, (২) ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি, এঝিমালা, (৩) এয়ারফোর্স অ্যাকাডেমি, হায়দরাবাদ, (৪) অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি, চেন্নাই।
এয়ারফোর্স অ্যাকাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা
গ্র্যাজুয়েট ডিগ্রি। উচ্চ মাধ্যমিকে ফিজিক্স ও অয় পড়ে থাকতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েটরাও আবেদনের যোগ্য। শুধুমাত্র তরুণরা আবেদন করবেন। বয়স। ১-১-২০২৬ তারিখে ২০ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্সধারীদের ক্ষেত্রে ২৬ বছরের মধ্যে বয়স থাকতে হবে। ২৫ বছরের কমবয়সি প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে।
ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি ও অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা
যে-কোনও শাখায় গ্র্যাজুয়েট। ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির জন্য কেবল অবিবাহিত তরুণরা আবেদন করতে পারবেন। অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে শর্ট সার্ভিস কমিশন কোর্সটির জন্য অবিবাহিত তরুণরা আবেদন করতে পারবেন। শর্ট সার্ভিস কমিশন উওমেন (নন-টেকনিক্যাল) কোর্সটির জন্য অবিবাহিত মেয়েরা, বিধবা ও বিবাহবিচ্ছিন্নারা সন্তানহীনা হলে এবং আবার বিবাহ না করে থাকলে আবেদন করতে পারেন।
ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা
ইঞ্জিনিয়ারিংয়ের যে-কোনও শাখায় গ্র্যাজুয়েট। শুধুমাত্র অবিবাহিত তরুণরা আবেদন করতে পারবেন।
বয়স
ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি এবং ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমির ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে ২-১-২০০২ থেকে ১-১-২০০৭ তারিখের মধ্যে। অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে ২-১-২০০১ থেকে ১-১-২০০৭- এর মধ্যে।
সব ক্ষেত্রেই ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরাও শর্তসাপেক্ষে আবেদনের যোগ্য। মহিলারা কেবল শর্ট সার্ভিস কমিশন উওমেন (নন-টেকনিক্যাল) কোর্সটির জন্য আবেদন করবেন।
দৈহিক মাপজোক
ছেলেদের ক্ষেত্রে
আর্মির জন্য উচ্চতা অন্তত ১৫৭ সেমি, নেভির ক্ষেত্রে ১৫৭ সেমি ও এয়ারফোর্সের ক্ষেত্রে ১৬২.৫ সেমি।
মহিলাদের ক্ষেত্রে
অন্তত ১৫২ সেমি। এয়ারফোর্সের গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চের ক্ষেত্রে উচ্চতা ১৫৭.৫ সেমি। এছাড়া সুগঠিত ও অন্তত ৫ সেমি ফোলানোর ক্ষমতা-সহ বুকের ছাতি থাকতে হবে। এয়ারফোর্সের ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে পায়ের মাপ দরকার লম্বায় ৯৯-১২০ সেমি, থাইয়ের দৈর্ঘ্য সর্বাধিক ৬৪ সেমি ও বসে থাকা অবস্থায় উচ্চতা ৮১.৫-৯৬ সেমি। আর্মি ও নেভির ক্ষেত্রে কোনও কড়াকড়ি নেই। সব ক্ষেত্রেই গোর্খা ও পার্বত্য এলাকার প্রার্থীরা উচ্চতায় ৫ সেমি ছাড় পাবেন। উচ্চতা ও বয়সের অনুপাতে ওজন থাকতে হবে।
দৃষ্টিশক্তি
আর্মির ক্ষেত্রে ন্যূনতম দূরের ক্ষেত্রে চশমা ছাড়া ৬/৬০, চশমা থাকলে উভয় চোখে ৬/৬০। মায়োপিয়া মাইনাস ৩.৫ ডি-র বেশি হলে চলবে না। হাইপারমেট্রোপিয়া প্লাস ৩.৫ ডি-র বেশি হওয়া চলবে না। রং চেনার ক্ষমতা সি পি-টু মানের হতে হবে। এয়ারফোর্সের ক্ষেত্রে ন্যূনতম দূরের ক্ষেত্রে এক চোখে ৬/৬, অন্য চোখে ৬/৯। শুধুমাত্র হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে ৬/৬ পর্যন্ত সংশোধনযোগ্য। রং চেনার ক্ষমতা সি পি-ওয়ান মানের হতে হবে। নেভির ক্ষেত্রে চশমা ছাড়া দৃষ্টিশক্তি হতে হবে উভয় চোখে ৬/১২, চশমা-সহ ৬/৬ পর্যন্ত সংশোধনযোগ্য। মায়োপিয়া মাইনাস ১.০-এর বেশি হলে চলবে না। হাইপার মেট্রোপিয়া প্লাস ২.০- এর বেশি হলে চলবে না। অস্টিগম্যাটিজম থাকলে প্লাস-মাইনাস ১.০-এর বেশি হলে চলবে না। রং চেনার ক্ষমতা সি পি-ওয়ান মানের হতে হবে। স্বাভাবিক শ্রবণশক্তি ও নিখুঁত শারীরিক ও মানসিক স্বাস্থ্য থাকা দরকার। কোনওরকম দৈহিক ত্রুটি এই কাজের প্রতিকূল।
স্টাইপেন্ড
ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড বাবদ পাওয়া যাবে ৫৬,১০০ টাকা। লেফটেন্যান্ট র্যাঙ্কে নিয়োগ হবে। তখন বেতনক্রম ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা, সঙ্গে মিলিটারি সার্ভিস পে প্রতি মাসে ১৫,৫০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা। চিফ অব আর্মি স্টাফ র্যাঙ্ক পর্যন্ত পদোন্নতির সুযোগ রয়েছে।
পরীক্ষা
ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি ও এয়ারফোর্স অ্যাকাডেমির ক্ষেত্রে লিখিত পরীক্ষা হয় এই তিন বিষয়ে – ইংলিশ (কোড ১১), জেনারেল নলেজ (কোড ১২), এলিমেন্টারি ম্যাথমেটিক্স (কোড ১৩)। অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে ভর্তির পরীক্ষা হয় শুধু ইংলিশ (কোড ১১) ও জেনারেল নলেজ (কোড ১২) বিষয়ে। সব ক্ষেত্রেই প্রতি পেপারে ১০০ নম্বর। সময় ২ ঘণ্টা করে। প্রশ্ন হয় অবজেক্টিভ টাইপের। ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকে। এলিমেন্টারি ম্যাথমেটিক্সে থাকবে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি ও রাশিবিজ্ঞানের উপর মাধ্যমিক মানের প্রশ্ন। লিখিত পরীক্ষায় সফল হলে ৩০০ (অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির ক্ষেত্রে ২০০) নম্বরের ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোন্যালিটি টেস্ট। এটি দু’পর্যায়ে হয়। প্রথম পর্যায়ে থাকে অফিসার ইন্টেলিজেন্স রেটিং টেস্ট ও পিকচার পারসেপশন ডেসক্রিপশন টেস্ট। দ্বিতীয় পর্যায়ে থাকে ইন্টারভিউ, গ্রুপ টেস্টিং অফিসার টাস্ক, সাইকোলজি টেস্ট ও কনফারেন্স। গোটা প্রক্রিয়া মোট ৪ দিন ধরে চলে।
দরখাস্ত বা আবেদন
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.upsc online.nic.in প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। দরখাস্তের সময় প্রার্থীর সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট মাপের ফটো এবং সই (উভয়ই জে পি জি ফর্ম্যাটে, ২০ থেকে ৩০০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। মহিলা এবং তফসিলিদের কোনও ফি লাগবে না। ফি জমা দেওয়া যাবে অনলাইন-অফলাইন উভয় ভাবেই। অনলাইনে ফি দেওয়া যাবে ইন্টারনেট ব্যাঙ্কিং বা ভিসা/রুপে/মাস্টার ডেবিট বা ক্রেডিট কার্ড বা ইউ পি আইয়ের মাধ্যমে। ফি জমা দিয়ে পাওয়া ই-রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। অফলাইনের ক্ষেত্রে ফি জমা দিতে হবে পে-ইন-স্লিপের মাধ্যমে। পার্ট-টু রেজিস্ট্রেশনের সময় পে-ইন স্লিপের প্রিন্ট আউট নেবেন। পে-ইন স্লিপের প্রিন্ট আউট নেওয়ার পরের কাজের দিন ব্যাঙ্কে গিয়ে নগদে ফি জমা দেবেন। ফি স্টেট ব্যাঙ্ক অন ইন্ডিয়ার যে-কোনও শাখায় জমা দেওয়া যাবে।
দরখাস্ত বা আবেদনের শেষ তারিখ
পে-ইন-স্লিপের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩০ ডিসেম্বর। দরখাস্ত সংশোধন করা যাবে ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত।
বিশেষ নির্দেশ
খুঁটিনাটি তথ্যের জন্য দেখতে পারেন এই ওয়েবসাইট: www.upsc.gov.in যোগাযোগ করতে পারেন ফোনেও, এই নম্বরে: (০১১) ২৩৩৮-১১২৫/৫২৭১, ২৩০৯-৮৫৪৩