রাইটস লিমিটেডে ২১৬ অ্যাপ্রেন্টিস
২১৬ জন তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে রাইটস লিমিটেড। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, ১৯৬১ অনুসারে ট্রেনিং দেওয়া হবে বিভিন্ন ট্রেডে। ১ বছরের প্রশিক্ষণ চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি নম্বর
এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নম্বর Pers./26-10/Apprentice_2024-25/01.
ট্রেড অনুসারে আসনসংখ্যার বিবরণ
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস
শূন্যপদ
সিভিল ৪৬টি, ইলেক্ট্রিক্যাল ২২টি, সিগনাল অ্যান্ড টেলিকম ৬টি, মেকানিক্যাল ৩৩টি, কেমিক্যাল/মেটালার্জিক্যাল ৩টি। ফিনান্স ১৬টি। হিউম্যান রিসোর্স ১৩টি।
শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বিই বা বিটেক। ফিনান্স ও হিউম্যান রিসোর্স-এর ক্ষেত্রে বি এ বা বি এস সি বা বি কম বা বিবিএ বা বিসিএ পাশ।
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস
শূন্যপদ
সিভিল ১৮টি। ইলেক্ট্রিক্যাল ৮টি। মেকানিক্যাল ৮টি।
শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা।
ট্রেড অ্যাপ্রেন্টিস
শূন্যপদ
ড্রাফটসম্যান (সিভিল)/ক্যাড অপারেটর ৩৪টি, ড্রাফটসম্যান (মেকানিক্যাল)/ক্যাড অপারেটর ৯টি।
শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই কোর্স পাশ।
সংরক্ষিত আসন
নিয়মানুসারে তফসিলি, ও বি সি, আর্থিক ভাবে অনগ্রসর এবং দৈহিক প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষিত হবে।
যোগ্যতামান নির্ণায়ক পরীক্ষা
যোগ্যতামান নির্ণায়ক পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ (তফসিলি, ও বি সি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০ শতাংশ) নম্বর পেয়ে থাকতে হবে। ১ বছর বা তার বেশি সময়ের কাজের অভিজ্ঞতা থাকলে বা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকলে, ৬-১২-২০১৯-এর আগে যোগ্যতামান নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করবেন না।
বয়স
৬-১২-২০২৪ তারিখে অন্তত ১৮ বছর হতে হবে।
স্টাইপেন্ড
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে প্রতি মাসে ১৪,০০০ টাকা, ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে প্রতি মাসে ১২,০০০ টাকা, আই টি আইয়ের ক্ষেত্রে প্রতি মাসে ১০,০০০ টাকা।
নাম নথিভুক্ত ও আবেদন
প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। প্রার্থীকে অবশ্যই অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করে থাকতে হবে আই টি আইয়ের ক্ষেত্রে এই ওয়েবসাইটের মাধ্যমে www. apprenticeshipindia.gov.in এবং অন্য শাখার ক্ষেত্রে এই ওয়েবসাইটের মাধ্যমে https://nats.education.gov.in/student_type.php নাম নথিভুক্তির পর ওয়েবসাইটের অ্যাপ্রেন্টিসশিপ ওপেনিংস/অপরচুনিটিস অপশনে গিয়ে সংশ্লিষ্ট সংস্থায় অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য আবেদন করতে হবে। এরপর আবেদন করবেন অনলাইনে এই গুগল লিঙ্কের মাধ্যমে https:// forms.gle/S9CFJ7YYx4JyKMgw5 আবেদনপত্র পূরণ করবেন যথাযথ ভাবে।
আবেদনের সময় স্ক্যান করে আপলোড করতে হবে এই সব নথি
বয়স ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, প্রার্থীর সচিত্র পরিচয়পত্র, তফসিলি, ও বি সি, দৈহিক প্রতিবন্ধী, আর্থিক ভাবে অনগ্রসর ও প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট। পূরণ করা গুগল ফর্ম সাবমিট করার শেষ তারিখ ২৫ ডিসেম্বর।
বিশেষ নির্দেশ
খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট www.rites.com