রাষ্ট্রায়ত্ত সংস্থায় ১৬৭ ট্রেনি গ্র্যাজুয়েট এক্সিকিউটিভ
গ্র্যাজুয়েট এক্সিকিউটিভ ট্রেনি পদে ১৬৭ জনকে নেবে এন এল সি ইন্ডিয়া। নিয়াগ করা হবে সংস্থার তাপবিদ্যুৎ কেন্দ্র এবং খনি ও সংযুক্ত পরিষেবা এলাকায়। প্রার্থীকে অবশ্যই ২০২৪-এর গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে ও বৈধ স্কোর করে থাকতে হবে।
বিজ্ঞপ্তি নম্বর
এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: 19/2024.
শূন্যপদের বিবরণ
গ্র্যাজুয়েট এক্সিকিউটিভ ট্রেনি
শূন্যপদ
মেকানিক্যাল (থার্মাল) ৩৪টি। মেকানিক্যাল (মাইনস) ৫০টি।
শিক্ষাগত যোগ্যতা
মেকানিক্যাল বা মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ বা আংশিক সময়ের ব্যাচেলর্স ডিগ্রি কোর্স পাশ, সঙ্গে এম ই পত্রে গেট-২০২৪ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
ইলেক্ট্রিক্যাল (থার্মাল) ১৮টি। ইলেক্ট্রিক্যাল (মাইনস) ৩০টি।
শিক্ষাগত যোগ্যতা
ইলেক্ট্রিক্যাল বা ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স বা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ বা আংশিক সময়ের ব্যাচেলর্স ডিগ্রি কোর্স পাশ, সঙ্গে ই ই পত্রে গেট-২০২৪ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
সিভিল (থার্মাল) ১৫টি। সিভিল (মাইনস) ১০টি।
শিক্ষাগত যোগ্যতা
সিভিল বা সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ বা আংশিক সময়ের ব্যাচেলর্স ডিগ্রি কোর্স পাশ, সঙ্গে সি ই পত্রে গেট-২০২৪ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন (থার্মাল) ১০টি।
শিক্ষাগত যোগ্যতা
ইনস্ট্রুমেন্টেশন বা ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল বা অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ বা আংশিক সময়ের ব্যাচেলর্স ডিগ্রি কোর্স পাশ, সঙ্গে আই এন পত্রে গেট-২০২৪ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। স্নাতকে অন্তত ৬০ শতাংশ (তফসিলিদের ক্ষেত্রে ৫০ শতাংশ) নম্বর পেয়ে থাকতে হবে।
সংরক্ষিত শূন্যপদ
নিয়মানুসারে তফসিলি, ও বি সি, আর্থিক ভাবে অনগ্রসর, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের জন্য শূন্যপদ সংরক্ষিত হবে।
বয়স
১-১২-২০২৪ তারিখে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
বেতনক্রম
ট্রেনিং চলাকালীন বেতন প্রতি মাসে ৫০,০০০ টাকা। সফল ভাবে ট্রেনিং শেষে বেতনক্রম ৬০,০০০-১,৮০,০০০ টাকা।
প্রার্থী বাছাই
গেট-২০২৪ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে পার্সোন্যাল ইন্টারভিউয়ের মাধ্যমে।
আবেদন পদ্ধতি
দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.nlcindia.in দরখাস্ত করা যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত। আবেদনের সময় প্রার্থীর স্ক্যান করা রঙিন পাসপোর্ট মাপের ফটো, সই, জন্মের শংসাপত্র, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, গেট-২০২৪ পরীক্ষার স্কোর কার্ড, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ও বি সি সার্টিফিকেট, আর্থিক ভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে), দৈহিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট, প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট আপলোড করতে হবে। ১-৬-২০২৪-এর পরে তোলা ফটোই গ্রহণযোগ্য হবে।
আবেদন ফি
দরখাস্তের ফি বাবদ অনলাইনে দিতে হবে ৮৫৪ টাকা (তফসিলি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে ৩৫৪ টাকা)। ফি দিয়ে পাওয়া ই- রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন।
বিশেষ নির্দেশ
অনলাইনে আবেদনপত্র যথাযথ ভাবে পূরণ করে সাবমিট করুন। সাবমিটের পর রেজিস্ট্রেশন-কাম-অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন। পরে কাজে লাগবে।
জরুরী নির্দেশ
খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।