ওশান টেকনোলজিতে ১৫১
বিভিন্ন পদে ১৫১ জনকে নেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশান টেকনোলজি। এটি কেন্দ্রের আর্থ সায়েন্সেস মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা।
বিজ্ঞপ্তি নম্বর
এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর NIOT/E&P/05/2024 (Project).
শূন্যপদের বিবরণ
প্রোজেক্ট সায়েন্টিস্ট-টু
শূন্যপদ
৭টি (সাধারণ)।
নিয়োগ করা হবে এই সব বিভাগে
মেকানিক্যাল, লাইফ সায়েন্স, ফিজিক্যাল ওশানোগ্রাফি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং।
বয়স
৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন
৬৭,০০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।
প্রোজেক্ট সায়েন্টিস্ট-ওয়ান
শূন্যপদ
৩৪টি (সাধারণ ১৪, তফসিলি জাতি ৫, তফসিলি উপজাতি ৪, ও বি সি ৮, আর্থিক ভাবে অনগ্রসর ৩)। এর মধ্যে ৩টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।
নিয়োগ করা হবে এই সব বিভাগে
মেকানিক্যাল, লাইফ সায়েন্স, ফিজিক্যাল ওশানোগ্রাফি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, ইলেক্ট্রিক্যাল, সিভিল, মাইক্রোবায়োলজি, মেরিন মাইক্রোবায়োলজি, বায়োইনফর্মেটিক্স, কেমিস্ট্রি, কোস্টাল ম্যানেজমেন্ট, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস।
বয়স
৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন
৫৬,০০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।
প্রোজেক্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ
৪৫টি (সাধারণ ২৩, তফসিলি জাতি ৫, তফসিলি উপজাতি ৫, ও বি সি ৮, আর্থিক ভাবে অনগ্রসর ৪)। এর মধ্যে ৩টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।
নিয়োগ করা হবে এই সব বিভাগে
মেকানিক্যাল, লাইফ সায়েন্স, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োইনফর্মেটিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল, কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, সিভিল।
বয়স
৫০ বছরের মধ্যে হতে হবে।
বেতন
২০,০০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।
প্রোজেক্ট টেকনিশিয়ান
শূন্যপদ
১৯টি (সাধারণ ৯, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ২, ও বি সি ৬, আর্থিক ভাবে অনগ্রসর ১)।
নিয়োগ করা হবে এই সব ট্রেডে
ফিটার, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, এয়ার কন্ডিশনিং।
বয়স
৫০ বছরের মধ্যে হতে হবে।
বেতন
২০,০০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।
প্রোজেক্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ
১০টি (সাধারণ ৬, তফসিলি জাতি ১, ও বি সি ২, আর্থিক ভাবে অনগ্রসর ১)।
বয়স
৫০ বছরের মধ্যে হতে হবে।
বেতন
২০,০০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।
প্রোজেক্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ
১২টি (সাধারণ ৫, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ২, ও বি সি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)।
বয়স
৫০ বছরের মধ্যে হতে হবে।
বেতন
২০,০০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।
রিসার্চ অ্যাসোসিয়েট
শূন্যপদ
৬টি (সাধারণ ৪, তফসিলি জাতি ১, ও বিসি ১)।
নিয়োগ করা হবে এই সব বিভাগে
ওশানোগ্রাফি, ফিজিক্যাল ওশানোগ্রাফি, ফিজিক্স, লাইফ সায়েন্স।
বয়স
৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন
৫৮,০০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।
সিনিয়র রিসার্চ ফেলো
শূন্যপদ
১৩টি (সাধারণ ৬, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ১, ও বি সি ৩, আর্থিক ভাবে অনগ্রসর ১)।
নিয়োগ করা হবে এই সব বিভাগে
ওশানোগ্রাফি, ফিজিক্যাল ওশানোগ্রাফি, লাইফ সায়েন্স।
বয়স
৩২ বছরের মধ্যে হতে হবে।
বেতন
৪২,০০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।
জুনিয়র রিসার্চ ফেলো
শূন্যপদ
৫টি (সাধারণ ৪, ও বি সি ১)।
নিয়োগ করা হবে
লাইফ সায়েন্সেস বিভাগে।
বয়স
২৮ বছরের মধ্যে হতে হবে।
বেতন
৩৭,০০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।
নিয়ম অনুসারে ছাড়
২৩-১২-২০২৪ তারিখে প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে। তফসিলিরা ৫, ও বি সি-রা ৩ ও দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে ছাড় পাবেন।
নিয়োগ পরীক্ষা
প্রার্থী বাছাই করা হবে প্রোজেক্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, প্রোজেক্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ও প্রোজেক্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা, প্রোজেক্ট টেকনিশিয়ান পদের ক্ষেত্রে ট্রেড টেস্ট এবং বাকি সবক’টি পদের ক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষা, ট্রেড টেস্ট ও ইন্টারভিউ নেওয়া হবে ৬ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
দরখাস্ত বা আবেদন
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে, www.niot.res.in প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো ও যাবতীয় নথিপত্র আপলোড করতে হবে। অনলাইন দরখাস্ত করার সময় রেজিস্ট্রেশন নম্বর ও অ্যাপ্লিকেশন নম্বর পাওয়া যাবে। অনলাইন ফর্ম যথাযথ ভাবে পূরণ করে সাবমিটের পর পূরণ করা দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে।
বিশেষ নির্দেশ
শিক্ষাগত যোগ্যতা-সহ খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।