কর্ডাইট ফ্যাক্টরিতে ১৪১ কেমিক্যাল প্রসেস ওয়ার্কার

কর্ডাইট ফ্যাক্টরিতে ১৪১ কেমিক্যাল প্রসেস ওয়ার্কার

কেমিক্যাল প্রসেস ওয়ার্কার পদে ১৪১ জনকে নেবে তামিলনাডুর আরুভাঙ্কাডুর কর্ডাইট ফ্যাক্টরি। প্রাথমিক ভাবে ১ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। চুক্তির মেয়াদ ৪ বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

শূন্যপদের বিন্যাস

সাধারণ ৫৮, তফসিলি জাতি ২১, তফসিলি উপজাতি ১০, ও বি সি ৩৮, আর্থিক ভাবে অনগ্রসর ১৪। এর মধ্যে ১৪টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত।

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক। সেই সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অ্যাটেন্ড্যান্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে এনসিটিভিটি স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে।

বয়স

২৭-১২-২০২৪ তারিখে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫, ও বি সি-রা ৩ এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

বেতন

১৯,৯০০ টাকা। সঙ্গে ডি এ।

প্রার্থী বাছাই

প্রাথমিক ভাবে শিক্ষা ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের ট্রেড টেস্ট বা প্র্যাক্টিক্যাল টেস্টের জন্য ডাকা হবে।

আবেদন বা দরখাস্ত

দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে, https://ddpdoo.gov.in পূরণ করবেন যথাযথ ভাবে।

পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন

দু’কপি পাসপোর্ট মাপের ফটো। একটি ফটো দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে তার উপর সই করে দেবেন। অপর ফটোটির পিছনে প্রার্থীর নাম লিখে দরখাস্তের সঙ্গে গেঁথে দেবেন। বয়স ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রয়োজনীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত নকল। কাস্ট, ক্যাটেগরি সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল (প্রযোজ্য ক্ষেত্রে)।ও বি সি এবং প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে যথাযথ ভাবে পূরণ করা যথাক্রমে অ্যাপেন্ডিক্স-ওয়ান এবং অ্যাপেন্ডিক্স-টু।

নির্দিষ্ট বয়ান

দরখাস্ত ভরা খামের উপর লিখবেন “APPLICATION FOR THE POST OF TENURE BASED CPW PERSONNEL ON CONTRACT BASIS”

আবেদন পাঠানোর ঠিকানা

২৭ ডিসেম্বরের মধ্যে ডাকে দরখাস্ত পৌঁছতে হবে এই ঠিকানায় The Chief General Manager, Cordite Factory, Aruvankadu, The Nilgiris District. Tamilnadu, Pin-643 202.

বিশেষ নির্দেশ

খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট