ভারতীয় রেলে ১০৩৬
বিভিন্ন পদে ১,০৩৬ জনকে নেবে ভারতীয় রেল। এই নিয়োগের সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর: 07/2024.
শূন্যপদের বিন্যাস
পোস্ট গ্র্যাজুয়েট টিচার ১৮৭টি। সায়েন্টিফিক -সুপারভাইজর (এর্গোনমিক্স অ্যান্ড ট্রেনিং) ৩টি। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ৩৩৮টি। ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর (ইংলিশ মিডিয়াম) ১৮টি। মিউজিক টিচার (মহিলা) ৩টি। প্রাইমারি রেলওয়ে টিচার ১৮৮টি। অ্যাসিস্ট্যান্ট টিচার (মহিলা) (জুনিয়র স্কুল) ২টি। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট/স্কুল ৭টি।
বয়স
উপরোক্ত পদগুলির ক্ষেত্রে বয়স ৪৮ বছরের মধ্যে হতে হবে।
চিফ ল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ ৫৪টি। বয়স ৪৩ বছরের মধ্যে হতে হবে।
পাবলিক প্রসিকিউটর
শূন্যপদ ২০টি। বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ট্রেনিং
শূন্যপদ ২টি। বয়স ৩৮ বছরের মধ্যে হতে হবে।
জুনিয়র ট্রান্সলেটর/হিন্দি
শূন্যপদ ১৩০টি। বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে।
সিনিয়র পাবলিসিটি ইনস্পেক্টর
শূন্যপদ ৩টি। বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে।
স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেক্টর
শূন্যপদ ৫৯টি। বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে।
লাইব্রেরিয়ান
শূন্যপদ ১০টি। বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে।
ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি (কেমিস্ট অ্যান্ড মেটালার্জিস্ট)
শূন্যপদ ১২টি। বয়স ৩৩ বছরের মধ্যে হতে হবে। ১-১-২০২৫ তারিখে প্রার্থীর নির্ধারিত বয়স হতে হবে।
দরখাস্ত বা আবেদন
অনলাইন দরখাস্ত করতে হবে প্রার্থী যে-আর আর বি-র শূন্যপদে আবেদন করবেন, তার নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে। পশ্চিমবঙ্গের আর আর বি-র ওয়েবসাইটগুলি হল: www.rrbkolkata.gov.in (কলকাতা), www.rrbmalda. gov.in (মালদা), www.rrbsiliguri.gov.in (শিলিগুড়ি)। যে-কোনও একটি আর আর বি-র শূন্যপদে আবেদন করবেন।
দরখাস্ত বা আবেদনের তারিখ
অনলাইন দরখাস্ত করা যাবে ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
জরুরী নির্দেশ
বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। আগ্রহীরা নজর রাখুন উপরোক্ত ওয়েবসাইট-এ।