ভারতের কোচিন শিপইয়ার্ডে ২২১ ওয়ার্কম্যান
বিভিন্ন ট্রেডে ওয়ার্কম্যান পদে ২২১ জনকে নেবে কোচিন শিপইয়ার্ড। এটি কেন্দ্রের পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটার- ওয়েজ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। ৫ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি নম্বর
এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: CSL/ P&A/HRM/HRM GENERAL/ CONTRACT MANPOWER/2024/ 27.
ট্রেড অনুসারে শূন্যপদের বিন্যাস
শিট মেটাল ওয়ার্কার
৪২টি (সাধারণ ১৭, তফসিলি জাতি ৫, ও বি সি ১৬, আর্থিক ভাবে অনগ্রসর ৪)।
মেকানিক ডিজেল
১১ টি (সাধারণ ১০, আর্থিক ভাবে অনগ্রসর ১)।
মেকানিক মোটর ভেহিক্যল
৫টি (সাধারণ ৪, তফসিলি জাতি ১)।
প্লাম্বার
২০টি (সাধারণ ৮, ও বি সি ১০, আর্থিক ভাবে অনগ্রসর ২)।
পেইন্টার
১৭টি (সাধারণ ৮, তফসিলি জাতি ২, ও বি সি ৬, আর্থিক ভাবে অনগ্রসর ১)।
ইলেক্ট্রিশিয়ান
৩৬টি (সাধারণ ১৯, তফসিলি উপজাতি ১, ও বি সি ১৩, আর্থিক ভাবে অনগ্রসর ৩)।
ইলেক্ট্রনিক মেকানিক
৩২টি (সাধারণ ২৫, তফসিলি উপজাতি ১, ও বি সি ৩, আর্থিক ভাবে অনগ্রসর ৩)।
ইনস্ট্রুমেন্ট মেকানিক
৩৮টি (সাধারণ ২৭, তফসিলি জাতি ৭, তফসিলি উপজাতি ১, আর্থিক ভাবে অনগ্রসর ৩)।
শিপরাইট উড
৭টি (সাধারণ ৪, তফসিলি জাতি ১৮ ও বি সি ২)।
মেশিনিস্ট
১৩টি (সাধারণ ৮, তফসিলি জাতি ২, ও বি সি ২, আর্থিক ভাবে অনগ্রসর ১)।
সংরক্ষিত আসন
দৈহিক প্রতিবন্ধীদের জন্য নিয়মানুসারে আসন সংরক্ষিত থাকবে।
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক। সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই-ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট। শিপরাইট উডের ক্ষেত্রে কার্পেন্টার ট্রেড গ্রাহ্য হবে। সেই সঙ্গে সব ক্ষেত্রেই সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের অভিজ্ঞতা বা প্রশিক্ষণ থাকতে হবে।
বয়স
৩০-১২-২০২৪ তারিখে ৪৫ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫, ও বি সি-রা ৩ ও দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন।
বেতন
নির্দিষ্ট মাসিক ২৩,৩০০ টাকা।
প্রার্থী বাছাই
এক্ষেত্রে প্রার্থী বাছাই করা হবে অবজেক্টিভ ধরনের অনলাইন টেস্ট (৩০ নম্বর) ও প্র্যাক্টিক্যাল টেস্টের (৭০ নম্বর) মাধ্যমে। অনলাইন টেস্টের সময়সীমা ৩৫ মিনিট। কোনও নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষা নেওয়া হবে কোচি ও কেরলের বিভিন্ন কেন্দ্রে।
দরখাস্ত বা আবেদন
প্রার্থীদের অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.coachinshipyard.in প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
আবেদন বা দরখাস্ত ফি
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৬০০ টাকা। অনলাইনে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল ওয়ালেট বা ইউ পি আইয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের কোনও ফি দিতে লাগবে না।
জরুরী নির্দেশ
খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।