কলকাতা মেট্রোয় ১২৮ ট্রেড অ্যাপ্রেন্টিস
১২৮ জন তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে কলকাতার মেট্রো রেল। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, ১৯৬১ এবং অ্যাপ্রেন্টিসশিপ রুলস, ১৯৯২ অনুসারে ট্রেনিং দেওয়া হবে আই টি আইয়ের ফিটার, ইলেক্ট্রিশিয়ান, মেশিনিস্ট এবং ওয়েল্ডার ট্রেডে। প্রশিক্ষণ চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি নম্বর
এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নম্বর MRTS/E.373/Trade Apprentice/Pt.VI.
ট্রেড অনুসারে আসনসংখ্যার বিবরণ
ফিটার
৮২টি (সাধারণ ৪২, তফসিলি জাতি ১২, তফসিলি উপজাতি ৬, ও বি সি ২২)। এর মধ্যে ৩টি আসন দৈহিক প্রতিবন্ধী এবং ৬টি আসন প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।
ইলেক্ট্রিশিয়ান
২৮টি (সাধারণ ১৪, তফসিলি জাতি ৪, তফসিলি উপজাতি ২. ও বি সি ৮। এর মধ্যে ১টি আসন দৈহিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত হবে।
মেশিনিস্ট
১টি (সাধারণ ৫, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ১.ও বি সি ২)।
ওয়েল্ডার
৯টি (সাধারণ ৫, তফসিলি জাতি ১. তফসিলি উপজাতি ১, ও বি সি ২)।
শিক্ষাগত যোগ্যতা
৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এন সি ভি টি বা এস সি ভি টি স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পেয়ে থাকতে হবে।
বয়স
২২-১-২০২৫ তারিখে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫, ও বি সিরা ৩ এবং দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের বয়সের ছাড় পাবেন।
নাম নথিভুক্ত
শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নথিপত্র এবং দৈহিক সক্ষমতা যাচাই করা হবে। প্রার্থীকে অবশ্যই অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করে থাকতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে, www.apprenticeshipindia.org
অনলাইন আবেদন
এরপর সংশ্লিষ্ট সংস্থায় অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে, https://mtp.indianrailways.gov.in । আবেদনপত্র পূরণ করবেন যথাযথ ভাবে।
দরখাস্ত বা আবেদনের তারিখ
দরখাস্ত বা আবেদন করা যাবে ২৩ ডিসেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত।
আবেদনের সময় স্ক্যান করে আপলোড করতে হবে এই সব নথিপত্র
প্রার্থীর রঙিন পাসপোর্ট মাপের ফটো, সই, বয়স ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি, তফসিলি, ও বি সি, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট। তিন মাসের বেশি পুরনো ফটো চলবে না।
দরখাস্ত বা আবেদন ফি
আবেদনের ফি বাবদ অনলাইনে দিতে হবে ১০০ টাকা। ফি জমা দেওয়া যাবে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। মহিলা, তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের কোনও ফি দিতে লাগবে না।
বিশেষ নির্দেশ
খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।