বিশাখাপত্তনম ন্যাভাল ডকইয়ার্ডে ২৭৫ তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ

Table of Contents

ভারতের বিশাখাপত্তনম ন্যাভাল ডকইয়ার্ডে ২৭৫ তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ

২৭৫ জন তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে বিশাখাপত্তনমের ন্যাভাল ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিসেস স্কুল। এটি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ এবং অ্যাপ্রেন্টিসশিপ রুলস, ১৯৯২ অনুসারে এক বছরের ট্রেনিং হবে বিভিন্ন ট্রেডে। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে। যাঁরা আগে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছেন বা বর্তমানে নিচ্ছেন, তাঁরা আর আবেদন করবেন না।

বিজ্ঞপ্তি নম্বর

এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নম্বর DAS(V)/ 01/24.

ট্রেড অনুসারে আসনসংখ্যা

মেকানিক (ডিজেল)

২৫টি (সাধারণ ১৩, তফসিলি জাতি ৪, তফসিলি উপজাতি ১, ও বি সি ৭)।

মেশিনিস্ট

১০টি (সাধারণ ৫, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ১, ও বি সি ৩)।

মেকানিক

১০টি (সাধারণ ৫, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ১, ও বি সি ৩)।

ফাউন্ড্রিম্যান

৫টি (সাধারণ ৩, তফসিলি জাতি ১, ও বি সি ১)।

ফিটার

৪০টি (সাধারণ ২১, তফসিলি জাতি ৫, তফসিলি উপজাতি ৩, ও বি সি ১১)।

পাইপ ফিটার

২৫টি সাধারণ ১৩, তফসিলি জাতি ৪, তফসিলি উপজাতি ১, ও বি সি ৭)।

মেকানিক মেশিন টুল মেইন্টেন্যান্স

৫টি (সাধারণ ৩, তফসিলি জাতি ১, ও বি সি ১)।

ইলেক্ট্রিশিয়ান

২৫টি (সাধারণ ১৩, তফসিলি জাতি ৪, তফসিলি উপজাতি ১, ও বি সি ৭)।

ইনস্ট্রুমেন্ট মেকানিক

১০টি (সাধারণ ৫, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ১, ও বি সি ৩)।

ইলেক্ট্রনিক্স মেকানিক

২৫টি (সাধারণ ১৩, তফসিলি জাতি ৪, তফসিলি উপজাতি ১, ও বি সি ৭)।

ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক)

১৩টি (সাধারণ ৭, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ১, ও বিসি৩)।

শিট মেটাল ওয়ার্কার

২৭টি (সাধারণ ১৪, তফসিলি জাতি ৪, তফসিলি উপজাতি ২, ও বি সি ৭)।

শিপরাইট (উড)

২২টি (সাধারণ ১১, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ২, ও বি সি ৬)।

পেইন্টার (জেনারেল)

১৩টি (সাধারণ ৭, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ১, ও বি সি ৩)।

মেকানিক মেকাট্রনিক্স

১০টি (সাধারণ ৫, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ১, ও বি সি ৩)।

কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট

১০টি (সাধারণ ৫, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ১, ও বি সি ৩)। এর মধ্যে ৮টি আসন দৈহিক প্রতিবন্ধী এবং ৮টি আসন প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে।

শিক্ষাগত যোগ্যতা

মোট অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক বা সমতুল। সেই সঙ্গে মোট অন্তত ৬৫ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত আই টি আই কোর্স পাশ।

বয়স

অন্তত ১৪ বছর হতে হবে। বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই।

স্টাইপেন্ড

নির্দিষ্ট মাসিক ৭,৭০০ টাকা।

প্রার্থী যাচাই

মাধ্যমিক ও আই টি আই পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে। তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি। পরীক্ষায় ম্যাথমেটিক্স (৩০ নম্বর), জেনারেল সায়েন্স (৩০ নম্বর) ও জেনারেল নলেজ (১৫ নম্বর) বিষয়ে প্রশ্ন হবে। কোনও নেগেটিভ মার্কিং নেই। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। ইন্টারভিউ ৭ থেকে ১২ মার্চ। সবশেষে মেডিক্যাল এক্সামিনেশন, ১৯ মার্চ থেকে শুরু হবে।

দরখাস্ত বা আবেদন

অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.apprenticeshipindia.gov.in রেজিস্ট্রেশনের পর ‘Apprenticeship Opportunities’-এ ক্লিক করে আবেদন করতে হবে। ন্যাভাল ডকইয়ার্ডের এস্টাবলিশমেন্ট আইডি E08152800002 আবেদনের পর এক কপি অ্যাপ্রেন্টিস প্রোফাইল এবং দু’কপি হল টিকিটের প্রিন্ট আউট নিয়ে নেবেন। এগুলি পাঠাতে হবে।

অ্যাপ্রেন্টিস প্রোফাইলের সঙ্গে দেবেন

যথাযথ ভাবে পূরণ করা হল টিকিটের দু’কপি প্রিন্ট আউট। প্রিন্ট আউটের নির্দিষ্ট জায়গায় পাসপোর্ট মাপের ফটো সেঁটে তার উপর সই করে দেবেন। শিক্ষাগত যোগ্যতা ও বয়সের যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল। কাস্ট এবং ও বি সি সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল (প্রযোজ্য ক্ষেত্রে)। দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে মেডিক্যাল সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল। আধার কার্ডের স্বপ্রত্যয়িত নকল। প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে ডিসচার্জ সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল। নিজের নাম-ঠিকানা লেখা ও ২৫ টাকার ডাকটিকিট সাঁটানো ২২×১০ ইঞ্চি মাপের একটি খাম। কর্মরত সমরকর্মীদের সন্তানদের ক্ষেত্রে যথাযথ প্রমাণপত্র। চেক অফ লিস্টের প্রিন্ট আউট।

নথিপত্র পাঠানোর ঠিকানা

আবেদনপত্র ও নথিপত্র ভরা খামের উপর যে-ট্রেডের জন্য আবেদন করছেন তার নাম লিখে দেবেন। ২ জানুয়ারির মধ্যে ডাকে প্রয়োজনীয় নথিপত্র পৌঁছতে হবে এই ঠিকানায় The Officer-in-Charge (for Apprenticeship), Naval Dockyard Apprentices School, VM Naval Base S.O., P.O., Visakhapatnam-530 014, Andhra Pradesh.